'এক থা টাইগার'- হিরো সাদা শার্ট এবং নীল ডেনিমে বুধবার সন্ধ্যায় ধরা দিলেন সাংবাদিকদের ক্যমেরায়৷ সন্ধ্যায় বোনের বাড়ির পুজোয় পরিবারে সঙ্গে সামিল হলেন তিনিও। তাঁর আগে সোহেল, আরবাজ, আলভিরা এবং মা সালমাকে অর্পিতার বাড়িতে দেখা যায়।
আরও পড়ুন: অনন্যার সঙ্গে কি সম্পর্কে ছেদ, করণের পার্টিতে প্রকাশ্যে আদর খেলায় কৃতী-আদিত্য!
advertisement
প্রতি বছরের মতো এ বারও ভাইজানের ছোটও বোন অর্পিতা খানের বাড়িতে গণেশ পুজোর হয়েছে মহা ধুমধামে। সেই পুজোর একটি ভিডিও তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন সলমন। যেখানে তাঁকে, অর্পিতা, আয়ুষ শর্মা এবং রীতেশ দেশমুখের সঙ্গে আরতি করতে দেখা গিয়েছে। প্রাক্তন বিগ বস প্রতিযোগী এবং অভিনেত্রী শমিতা শেঠিও এ দিন অর্পিতা খানের বাড়ির গণপতি উৎসবে যোগ দিয়েছিলেন। তিনি সেজে উঠেছিলেন গোলাপি এবং হলুদ শারারাতে ।
আরও পড়ুন: হার ছিনতাই, অ্যানটেনা চুরি করে মাদক আদায়, হেরে যাওয়ার গল্প বলে আজ জয়ী অনিন্দ্য
গণেশ চতুর্থী ভারতের অন্যতম জনপ্রিয় উৎসব। ১০ দিনব্যাপী এই উৎসব চলবে ৩১ অগাষ্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। ১০ দিন শেষে গণেশের মূর্তি একটি জলাশয়ে বিসর্জন দেওয়া হবে। গণেশ, বিঘ্নহর্তা বা বিনায়ক নামেও পরিচিত। গণেশ পুজো করলে সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। তাঁকে শুরুর প্রভু হিসাবেও উল্লেখ করা হয়, তাই কোনও নতুন উদ্যোগের আগে ভক্তেরা গণেশের আশীর্বাদ নেন। দেশব্যাপী উৎসবে ভক্তরা প্রভু গণেশের মূর্তি বাড়িতে নিয়ে আসেন এবং তাঁর প্রিয় মিষ্টি লাড্ডু এবং মোদক দিয়ে পুজো করেন।