২৯-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে ইতিমধ্যেই টানটান উত্তেজনা শহর জুড়ে৷ মঙ্গলবার বিমানবন্দরে পা রাখতেই পাপারাৎজির ক্যামেরায় লেন্সবন্দি হয়েছেন ভাইজান৷ সলমনের আসার খবরে শুনে ইতিমধ্যেই খুশির হাওয়া ভক্তমহলে৷ ডেনিম জিন্স, কালো রঙের টি-শার্ট পরে বিমানবন্দরে লেন্সবন্দি হয়েছেন অভিনেতা৷ ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
আরও পড়ুন- বিয়ের আংটি খুলে ফেলেছেন অভিষেক! ঐশ্বর্যর সঙ্গে কি পাকাপাকি ভাবে সংসার ভাঙছেন অমিতাভ পুত্র?
advertisement
আরও পড়ুন- সম্পূর্ণ ‘নগ্ন’ অ্যানিমাল রণবীর! সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভাইরাল ক্লিপ, দেখেছেন কি?
প্রত্যেক বছর উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের একঝাঁক তারকা উপস্থিত থাকেন। তবে এই বছর চিরাচরিত প্রথা মেনে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান উপস্থিত থাকতে পারছেন না। তবে অনিল কাপুর, কমল হাসান সহ অনেক বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকছেন। শুধু তাই নয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, মহেশ ভাট এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। চলতি বছর ৩৯ টি দেশের মোট ২১৯ টি ছবি দেখানো হবে মোট ২৩ টি ভেন্যুতে। এরমধ্যে রয়েছে ১৬৯ টি পূর্ণদৈর্ঘ্যের ছবি এবং ৫০ টি স্বল্পদৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্র।
নন্দন ১, ২, ৩, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন ছাড়াও শহরের বেশ কিছু সরকারি ও বেসরকারি সিনেমাহলে প্রদর্শিত হতে চলেছে ফিল্ম ফেস্টিভ্যালের কিছু ছবি। এবছরই প্রথম বেঙ্গলি প্যানোরামা বিভাগে শুরু হয়েছে প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার পুরস্কারের মূল্য ৭ লক্ষ টাকা। এছাড়াও এই বছর চলচ্চিত্র উৎসবে আরও বেশ কিছু চমক রয়েছে৷ বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা থাকবে এবং আর্থিক পুরস্কারও প্রদান করা হবে।