TRENDING:

Salman Khan: তিলোত্তমায় 'দাবাং' ঝড়! মাত্র ৯৯৯ টাকা খসালেই কাছ থেকে দর্শন পাবেন সলমনের, টিকিটের সর্বোচ্চ দাম কত জানেন

Last Updated:

Salman Khan: দীর্ঘ ১৩ বছর পর তিলোত্তমায় ঝড় তুলতে আসছেন সলমন খান৷অনলাইনে শুরু হয়ে গেছে টিকিট বুকিং৷ ঝড়ের গতিতে টিকিট বিক্রি হচ্ছে৷ মাত্র ৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে টিকিট৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: সলমন খানকে নিয়ে উত্তেজনা টগবগিয়ে ফুটছে দর্শকদের৷ হবে নাই বা কেন৷ এবার মাত্র ৯৯৯ টাকা খরচা করলেই একেবারে সামনে থেকে দর্শন পাবেন সলমন খানের৷ অবশেষে হল জল্পনার অবসান৷ আগামী ১৩ মে কলকাতায় আসছেন সলমন খান৷ আগামী মাসের ১৩ তারিখ ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে কনসার্টে অংশ নিতে চলেছেন সলমন খান৷ এই খবর প্রকাশ্যে আসতেই উত্তেজনা ধরে রাখতে পারছেন না ভক্তরা৷
তিলোত্তমায় 'দাবাং' ঝড়! মাত্র ৯৯৯ টাকা খসালেই কাছ থেকে দর্শন পাবেন সলমনের, টিকিটের সর্বোচ্চ দাম কত জানেন
তিলোত্তমায় 'দাবাং' ঝড়! মাত্র ৯৯৯ টাকা খসালেই কাছ থেকে দর্শন পাবেন সলমনের, টিকিটের সর্বোচ্চ দাম কত জানেন
advertisement

দীর্ঘ ১৩ বছর পর তিলোত্তমায় ঝড় তুলতে আসছেন সলমন খান৷ শেষবারের মতো 'ওয়ান্টেড' ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন সলমন খান৷ তাই এবারের সলমনের কনসার্ট নিয়ে বেশি উন্মাদনা দর্শকদের মধ্যে তৈরি হয়েছে৷ সলমনের টিমের পক্ষ থেকেই চূড়ান্ত শিলমোহর দেওয়া হয়েছে৷ অনলাইনে শুরু হয়ে গেছে টিকিট বুকিং৷ ঝড়ের গতিতে টিকিট বিক্রি হচ্ছে৷ মাত্র ৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে টিকিট৷ তারপর আরও বেশি মূল্যের টিকিট রয়েছে৷ যেমন- ১৫০০, ১৬৫০, ২৫০০, ৩৫০০ টাকার টিকিটও রয়েছে৷ তবে সর্বোচ্চ টিকিটের দাম ২৫ হাজার টাকা৷ জানা গিয়েছে, 'ভাইজান জোন','টাইগার জোন', 'ওয়ান্টেড জোন'-এ বসে সলমনের কনসার্ট দেখতে পারবেন দর্শকরা৷

advertisement

আরও পড়ুন-কৌশানিকে বাহুডোরে আগলে ধরতেই চরম ট্রোলড বনি,'ইডি কী বলছে', খোঁচা অভিনেতাকে

আরও পড়ুন-বিয়ের আগেই অন্তঃসত্ত্বা! ইলিয়ানার গর্ভে কি রয়েছে ক্যাটরিনার ভাই-এর সন্তান, করণের কথাই কি তবে সত্যি হল

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এর আগেও শোনা গিয়েছিল, জানুয়ারি মাসে 'দ্য-ব্যাং' ট্যুরের অংশ হিসেবে কলকাতায় আসছেন ভাইজান৷ যদিও সেই পরিকল্পনা সফল হয়নি৷ এবার পাকাপাকিভাবে কলকাতায় আসতে চলেছেন সলমন খান৷ ১৩ মে সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে কনসার্ট৷ তবে সলমন একা নন, তাঁর সঙ্গে মঞ্চ মাতাতে থাকবেন আরও একঝাঁক তারকা৷ সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, আয়ূশ শর্মা, প্রভু দেবাও এদিন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে৷ তবে সলমনের প্রাণনাশের হুমকি নিয়ে চিন্তা বাড়ছে ভক্তদের৷ যদিও জানা যাচ্ছে, কনসার্টের দিন কড়া পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে থাকবেন সলমন খান৷ আপাতত বহু প্রতীক্ষিত ছবির প্রোমোশন নিয়ে ব্যস্ত রয়েছেন ভাইজান৷ চলতি বছরের ঈদে অর্থাৎ ২১ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ভাইজানের ছবি 'কিসি কা ভাই কিসি কি জান'-।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan: তিলোত্তমায় 'দাবাং' ঝড়! মাত্র ৯৯৯ টাকা খসালেই কাছ থেকে দর্শন পাবেন সলমনের, টিকিটের সর্বোচ্চ দাম কত জানেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল