সলমন খানের ছবি ‘টাইগার ৩’-তে প্লেব্যাক করেছেন অরিজিৎ। এর আগেও নাকি সলমনের ছবির জন্য গান গেয়েছিলেন অরিজিৎ। কিন্তু সেই গান শেষ পর্যন্ত শ্রোতারা শুনতে পাননি। কারণ অরিজিতের গাওয়া সেই গান সলমান নাকি ছবিতে রাখতেই দেননি!
ঘটনার সূত্রপাত ২০১৪ সালে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। অনেকক্ষণ অপেক্ষার পর অরিজিৎ ওঠেন স্টেজে। তখন অরিজিৎকে সলমান প্রশ্ন করেন, তিনি দর্শকাসনে বসে ঘুমিয়ে পড়েছিলেন কি না! অরিজিৎ উত্তরে বলেন, ‘‘আপনারাই তো ঘুম পাড়িয়ে দিয়েছিলেন।’’ এর পর মঞ্চ থেকে নেমে দর্শকাসনে আর যাননি অরিজিৎ। সোজা হাঁটা লাগান। আর তাতেই নাকি আরও চটে গিয়েছিলেন সলমান!
advertisement
সলমান মনে করেন, তাঁকে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে ছোট করতে চেয়েছিলেন অরিজিৎ। তবে তেমন কোনও উদ্দেশ্য যে তাঁর ছিল না, সেটা সলমানকে পরে বারবার বুঝিয়ে বলার চেষ্টাও করেন অরিজিৎ। তবে বহু বছর বরফ গলেনি।
ওই ঘটনার প্রায় ন’বছর পর অবশেষে মন গলে সলমানের। তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে দেখা যায় অরিজিৎকে। এর পর মুক্তি পায় সলমানের সিনেমায় অরিজিতের গাওয়া গান ‘লেকে প্রভু কা নাম’। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সেই ঘটনার ১১ বছর পর সলমান নিজের ভুল স্বীকার করে নিলেন।
আরও পড়ুন- এ কেমন শিক্ষা!কী ‘অসভ্য’ বাচ্চা, বিগবির মুখের উপর কথা, ভিডিও দেখলে মাথা গরম হয়ে যাবে
টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর উনিশতম আসরেও সঞ্চালনা করছেন সলমান খান। অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন কমেডিয়ান রবি গুপ্তা। আচমকাই তিনি বলে বসেন, আপনার সামনে আসতে ভয় লাগছিল। কারণ আমাকে কিছুটা অরিজিৎ সিংয়ের মতো দেখতে। তখন সলমান খান বলেন, “অরিজিৎ আর আমি ভাল বন্ধু। ওটা একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। আর সেটা আমার দিক থেকেই হয়েছিল। ও আমার জন্য গানও গেয়েছে। ‘টাইগার থ্রি’ সিনেমার জন্য গেয়েছে, এখন ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমার জন্য গান গেয়েছে অরিজিৎ।”