গুগল সার্চ হোক থেকে শুরু করে ইনস্টাগ্রাম, যে কোনও জায়গায় এখন একটা সিনেমা নিয়ে চর্চা শুরু। ‘সাইয়ারা’। বলিউডে নবাগত অহন পাণ্ডের এই সিনেমা দেখে জেন জি আবেগের তাড়নায় কেঁদে ভাসাচ্ছে! আশিকি-২-এর পর আরও একবার বলিউডের এক লাভ স্টোরি দেখে আবেগে ভাসছে কমবয়সী দর্শকরা।
এখন প্রশ্ন হল, ‘সাইয়ারা’ ছবিতে আলাদা এমন কী রয়েছে! কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া মারফত জানা যায়, ভোপালের একটি মাল্টিপ্লেক্সে ‘সাইয়ারা’ ছবি চলাকালীন ২৪ বছরের এক যুবক হঠাৎ শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন। তাঁর হাত-পা কাঁপতে শুরু করে। এমনকী দিল্লির ২১ বছরের এক তরুণী সিনেমা দেখার পর ১৫ মিনিট অঝোরে অজ্ঞান হয়ে যান।
advertisement
আরও পড়ুন- সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আপত্তিকর ভিডিও! ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সাহেব
ফেসবুকের ফিডে একের পর এক ভিডিও দেখার পর অনেকের মনে প্রশ্ন জাগতে শুরু করে, কী এমন আছে এই সিনেমায়! কী করে মানুষের মনে গহীনে লুকিয়ে থাকা আবেগকে উস্কে দিচ্ছে এই সিনেমা? অহন পাণ্ডে ও অনীত পদ্দা অভিনীত এই সিনেমা সারা দেশে হইচই ফেলে দিয়েছে।
এখন প্রশ্ন হল, এই ‘সাইয়ারা’ শব্দের অর্থ কী! অনেকেই ভাবছেন ‘সাইয়ারা’ শব্দের অর্থ প্রিয়তমা! আদতে কিন্তু তা নয়। শান্ত অথচ উজ্জ্বল নক্ষত্রকেই উর্দুতে ‘সাইয়ারা’ বলা হয়। যে নক্ষত্র একা ঘুরপাক খায়, কিন্তু গোটা জগৎকে আলোকিত করে। সিনেমার টাইটেলে শব্দটি ব্যবহার করা হয়েছে মূলত ইটারনাল লাভ বোঝাতেই। এই সিনেমার পরিচালক মোহিত সুরি।