লিভিং রুমে মিনিম্যালিস্টিক বোহো ডেকর:
যাঁরা বোহো ডেকর পছন্দ করেন, তাঁরা অনীতের লিভিং রুমটি দেখলেই প্রেমে পড়ে যাবেন। ঝকঝকে সাদা দেওয়াল ঘরে একটা পরিচ্ছন্ন, খোলামেলা ভাব তৈরি করে। আর দেওয়ালের ন্যাচারাল টেক্সচার ঘরে একটা গভীরতা এবং ব্যক্তিত্বের ছোঁয়া এনে দিয়েছে। আর এই লিভিং রুমের এক অনন্য ফিচার হল – টেক্সচার্ড পম্পাস ঘাসের ওয়াল ইনস্টলেশন। ফলে ঘরের মধ্যে ছড়িয়ে গিয়েছে একটা উষ্ণ এবং মাটির ছোঁয়া। এর পাশাপাশি অনীতের লিভিং রুমের দেওয়াল জুড়ে রয়েছে ফেয়ারি লাইটের নরম আলো। যা স্বপ্নের মতো একটা ঔজ্জ্বল্য এনে দিয়েছে ঘরটিতে। সিলিং থেকে ঝোলানো হয়েছে একটি বাঁশের ল্যাম্প। যা ঘরে একটা আলাদা মাত্রা যোগ করেছে।
advertisement
মিউজিক্যাল কর্নার:
অনীত সঙ্গীতপ্রেমী। ফলে ঘরের একটা কোণাকে বেছে নিয়ে তিনি গিটার দিয়ে সাজিয়ে নিয়েছেন। যেটা অনেক সময় তাঁর স্টোরি এবং বাড়ির ভিডিও-য় দেখা যায়। আর ঘরের এই মিউজিক্যাল কর্নারে একটা গোলাকার লাল জ্যুট ম্যাটও রেখেছেন তিনি। যা ওয়ার্ম উডেন কালারের মধ্যে একটা রঙের ছোঁয়া জুড়ে দিয়েছে।
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময়…! শুক্রের ঘরে মঙ্গল গোচর, কপাল পুড়বে ৫ রাশির, আর্থিক কষ্ট, জীবন ‘নরক’ করে ছাড়বে…
ওয়াশরুম রঙের ছটা:
অনীতের লিভিং রুমে নিউট্রাল রঙের ছোঁয়া থাকলেও ওয়াশরুমটা কিন্তু রঙের ছটায় পরিপূর্ণ। সেই সঙ্গে সেখানে দেখা যাচ্ছে সমসাময়িক ডিজাইন। অভিনেত্রীর জনপ্রিয় কিছু মিরর সেলফিতে ধরা পড়েছে তাঁর বাথরুমের ছবি। দেওয়াল জুড়ে থাকা নানা রঙের টাইলস, একটি কাচের পার্টিশন এবং আধুনিক ডিজাইন – তাঁর বাথরুমটিকে আরও যেন সুন্দর করে তুলেছে। সব শেষে এটাই বলা যায় যে, অনীতের শিল্পমনস্ক রুচি এবং স্টাইলিশ ব্যক্তিত্বের প্রতিফলন ঘটেছে তাঁর অন্দরসজ্জাতেও। যাঁরা নিজেদের বাড়িতে বোহো-লুক আনতে চান, তাঁরা অভিনেত্রীর অন্দরমহলের সাজসজ্জার থেকে অনুপ্রেরণা বা আইডিয়া নিতে পারেন।