ঐতিহ্যবাহী টেলিভিশন ও সিনেমা বিভাগের পাশাপাশি ওয়ার্নারের মালিকানায় রয়েছে HBO Max এবং DC Studios—যা প্রিমিয়াম কনটেন্ট ও সুপারহিরো ফ্র্যাঞ্চাইজের জন্য সুপরিচিত। অন্যদিকে, নেটফ্লিক্স ইতিমধ্যেই বিনোদন দুনিয়ায় জনপ্রিয়তার নিরিখে শীর্ষে রয়েছে, নিজেদের প্রোডাকশন ইউনিট গড়ে তুলেছে, ঝুলিতে রয়েছে ‘Stranger Things’ ও ‘Squid Game’-এর মতো আলোড়ন ফেলা সব সিরিজ।
আরও পড়ুন:X-এ ৯০০,০০০-এরও বেশি ফলোয়ার হারিয়েছেন অনুপম খের! কেন? Grok-এর জবাবদিহি শুনলে অবাক হতে হবে
advertisement
নগদ ও স্টক মিলিয়ে এই চুক্তিতে প্রতি ওয়ার্নার শেয়ারের মূল্য ধরা হয়েছে ২৭.৭৫ মার্কিন ডলার। এর ফলে সংস্থার মোট এন্টারপ্রাইজ মূল্য দাঁড়াচ্ছে প্রায় ৮২.৭ বিলিয়ন ডলার—যা বিনোদন জগতে সাম্প্রতিক কালের অন্যতম বৃহৎ অধিগ্রহণ বলে মনে করা হচ্ছে। ২০২৬ সালের তৃতীয় ত্রৈমাসিকে
লেনদেনটি সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে, ওয়ার্নার ডিসকভারি গ্লোবাল-কে বিচ্ছিন্ন করে একটি নতুন ‘পাবলিকলি-ট্রেডেড’ সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করবে।
