এক সোশ্যাল মিডিয়া ইউজার জানাচ্ছেন, সিনেমার ক্লাইম্যাক্স দর্শককে রোমাঞ্চিত করবে। তিনি বলেন, “ধুরন্ধর একটি দেশাত্মবোধক অ্যাকশন ড্রামা যা প্রথম ফ্রেম থেকেই তীব্রভাবে আঘাত করবে। রণবীর সিংয়ের অভিনয় অনবদ্য। ছবিটির অ্যাকশন দুর্ধর্ষ। সিনেম্যাটোগ্রাফি বেশ তীক্ষ্ণ। গল্পটি অবশ্য পরিচিত দেশাত্মবোধেরই ছকে বাঁধা। তবে নজর কেড়েছেন রণবীর সিং।”
এই ছবিতে সারা অর্জুনের সঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং। অর্জুন এবং রণবীর সিং ছাড়া ছবিতে অন্য মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না এবং আর মাধবন। সম্প্রতি, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) ধুরন্ধর সিনেমাটিকে ‘A’ সার্টিফিকেট দিয়েছে। নেটিজেনদের মতে, ছবিটি ১৯৯৯ সালের ডিসেম্বরের কান্দাহার হাইজ্যাকের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ‘ধুরন্ধর’ একটি দুই পর্বের সিনেম্যাটিক ইউনিভার্সের প্রথম অধ্যায়। তিন ঘণ্টার বেশি দৈর্ঘ্যের এই ছবিটি ভারতীয় স্পাই থ্রিলারকে নতুন মাত্রা দেবে।
