নতুন ছবির 'গ্যাসলাইট'-এর প্রচারে পারিবারিক প্রসঙ্গ আনলেন সারা। জানালেন, বিচ্ছেদের কথা তুলে মা-বাবাকে অপরাধভোগে ভোগানোর চেষ্টা করতেন অভিনেত্রী। সারা এবং ইব্রাহিম আলি খান নিজেদের দেখাতে চাইতেন যে, মা-বাবার সেই সিদ্ধান্তের জন্য ভুগছেন তাঁরা। সারা জানান, এখনও মজার ছলে এমনটা করে থাকেন তিনি।
১৯৯১ সালে ভালবেসে বিয়ে করেন সইফ এবং অমৃতা। কিন্তু তাঁদের দাম্পত্য শেষমেশ টেকেনি। ২০০৪ সালে ১৩ বছরের সম্পর্কে ইতি টানেন তাঁরা। ২০১২ সালে করিনা কাপুরকে বিয়ে করেন সইফ।
advertisement
আরও পড়ুন: অন্য নায়িকাকে নিয়ে বন্ধ ঘরে ধরা পড়েন হাতেনাতে! তবু মনীষাকে আজও ভোলেননি নানা
আরও পড়ুন: রিটেকের বন্যা, জুহির পেট ছুঁতে গিয়ে ঘেমেনেয়ে অস্থির 'রাম জানে' শাহরুখ! দেখুন সেই ভিডিও
সারা জানান, মা-বাবার বিচ্ছেদের প্রসঙ্গ তুলে তাঁদের থেকে নানা ধরনের সুযোগ-সুবিধা নেওয়ার চেষ্টা করতেন তাঁরা। তবে শৈশব থেকেই সইফ-অমৃতার এ হে সিদ্ধান্তের কারণ বুঝেছিলেন সারা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, "ন'বছর বয়সেই বুঝেছিলাম, একসঙ্গে থেকে মানুষ দুটো খুশি নয়। কিন্তু যেই ওরা আলাদা দু'টি বাড়িতে থাকতে শুরু করল, দু'জনেই অনেক বেশি খুশি হল।"
বিচ্ছেদের পর অমৃতার কাছে থেকেছেন সারা এবং ইব্রাহিম। সইফের সঙ্গেও তাঁদের সহজ সমীকরণ। ব্যস্ত রুটিনে ফাঁক পেলেই বাবার সঙ্গে সময় কাটান তাঁরা।