গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে রক্তাক্ত অবস্থায় একটি ভিডিও করেন শৈবাল। কসবায় নিজের ফ্ল্যাট থেকেই সেই ভিডিও করেছেন তিনি। কথাবার্তাও ছিল জড়ানো। কোনও ধারালো অস্ত্র দিয়ে নিজেকে আঘাত করেছেন অভিনেতা। আর তার পরেই ক্যামেরার সামনে মদ্যপ এবং আহত অবস্থায় এসে তিনি বেশ কিছু কথা বলেন।
advertisement
আরও পড়ুন- 'গীতবিতানের দিব্যি তোমায় ভীষণ ভালবাসি', কলকাতা চলন্তিকার প্রথম গান প্রকাশ্যে
ভিডিওয় শৈবালকে বলতে শোনা যাচ্ছে, "আমি অপারগ হয়ে আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হলাম।" ভিডিওয় জড়ানো অবস্থায় স্ত্রী ও শাশুড়ি সম্পর্কেও কিছু বলার চেষ্টা করছিলেন শৈবাল। কিন্তু তার আগেই ভিডিওটি শেষ হয়ে যায়।
আরও পড়ুন- বেবি বাম্প নিয়ে নতুন ফ্যাশন ট্রেন্ড তৈরি করছেন আলিয়া! চোখে মুখে প্রেগনেন্সি গ্লো
ধারালো অস্ত্র দিয়ে নিজের মাথায় ও ডান পায়ে আঘাত করেন অভিনেতা। কাজের জগৎ নিয়ে অবসাদ তৈরি হয়েছিল। রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন অবসাদের কারণেই এমন কাজ করেছেন বলে মনে করা হচ্ছে। ছোট পর্দার অতি পরিচিত মুখ তিনি। তাই পরিবার সহ টেলিপাড়ার অভিনেতারাও তাঁর খবরে উদ্বিগ্ন।
Susobhan Bhattacharya