এই নিয়েই যখন চারদিকে হইচই, সঙ্গীতশিল্পী সাহানা বাজপেয়ী জানালেন, দেশের মাটিতেই ভয়ঙ্কর অপমানিত হতে হয়েছে তাঁকে। উদ্যোক্তাদের তরফে শিল্পীদের প্রতি অসম্মান প্রকাশের ঘটনা আকচার ঘটে। একটু পুরনো ঘটনার কথা প্রকাশ করেন গায়িকা।
আরও পড়ুন: বিদেশের মাটিতে চূড়ান্ত অপমানিত অজয় চক্রবর্তী, জয়তী চক্রবর্তী, অভিযোগ নিয়ে তোলপাড়
advertisement
ফেসবুকে সাহানা লিখলেন, ‘একটি ছোট শহরের কলেজে অনুষ্ঠান করার পর সেই কলেজেরই পুরুষ মাস্টারমশাইরা একযোগে আমাকে এসে কর্নার করে বললেন, “বাকি টাকাটা আপনাকে দিচ্ছি না। আমরা ওই টাকা দিয়ে পিকনিক করব। ওটা থাক। ওটা নিয়ে আপনি কী করবেন?” (এদের মধ্যে আমার বাবার দু’একজন প্রাক্তন ছাত্র’ও ছিল, তারা নিজেরাই সকালে আমাকে জানিয়েছিল)। তাদেরই এক মহিলা সহকর্মীকে চিৎকার করে তারা দাবিয়ে রাখছিল তিনি যখন আমাকে সমর্থন করছিলেন। দুই পুরুষ সহশিল্পীকে ডেকে এনে এই প্রফেসরদের সঙ্গে রফা করতে হয় কারণ এরা আমার কোনও কথাই শুনছিল না। এরা শিক্ষক, ভবিষ্যতের মননশীল নাগরিক তৈরী করছে।’
আরও পড়ুন: পাঁচ বছর আবার একজোট সৃজিত-জয়া, ‘মুখিয়ে আছি’, একান্ত কথোপকথনে কী বললেন পরিচালক
সকল শিল্পীদের উদ্দেশ্যে সাহানার বার্তা, ‘শিল্পীদের একজোট হতে হবে।’ কেবল অনুষ্ঠানের আয়োজক নন, যাঁরা এই সমস্ত অপমানের বিরুদ্ধে প্রতিবাদ জানান না, তাঁদেরও নিন্দা করলেন সাহানা।
গায়িকার লেখায়, ‘বিদেশ গিয়ে গান-বাজনা করা অনেকের কাছেই ‘স্বপ্নপূরণ’, তাই এই সমস্ত অঘটনের প্রতিবাদ করা থেকে অনেকেই বিরত থাকেন, এ-ও সকলের জানা। আর সেই কারণেই কিছু কিছু দুর্বিনীত আয়োজকদের সাহস বাড়তে থাকে। এই ধরনের ঘটনা ঘটানোর সুযোগ যাতে না পায় লোকজন তার ব্যবস্থা করতে হবে।’