সুকন্যার পরিবারের বক্তব্য, একসঙ্গে তাঁরা মেলামেশা করতেন। তখনই হয়তো সাগ্নিকের সঙ্গে পল্লবীর পরিচয় ঘটে থাকতে পারে। তবে গত বছর সুকন্যার জন্মদিনের সময় পল্লবীও গিয়েছিলেন তাঁদের বাড়িতে। আর তার ঠিক চার-পাঁচদিন পর থেকেই সুকন্যা আর সাগ্নিকের মধ্যে ঝামেলার সূত্রপাত হয়৷ এই সব তথ্য সামনে আসার পর ঘটনা জটিল হচ্ছে ক্রমশ৷
সুকন্যার দাবি, তাঁর সূত্রেই পল্লবী ও সাগ্নিকের আলাপ হয়েছিল। তারপর তাঁরা মেলামেশা শুরু করেন। সে কথা জানতে পেরে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছেন সুকন্যা।
advertisement
আরও পড়ুন: বিকেল-সন্ধ্যায় দুম করে ভোলবদল হবে আবহাওয়া, হু হু করে হাওয়া বইবে, সঙ্গী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি
অভিনেত্রী পল্লবী দে-এর মৃত্যু নিয়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। এ বার পল্লবীর সঙ্গী সাগ্নিক চক্রবর্তীর বিরুদ্ধে এ বার মারাত্মক অভিযোগ করল পল্লবীর পরিবার। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, পল্লবীর টাকা পয়সা হাতানোরও ছক থাকতে পারে সাগ্নিক চক্রবর্তীর। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, পল্লবীর ফিক্সড ডিপোজিটের নমিনি ছিলেন সাগ্নিক। সেখান থেকেই টাকা হাতানোর পরিকল্পনা করে থাকতে পারে সাগ্নিক।