TRENDING:

Pallavi Dey Death: রহস্য বাড়ছে আরও! এবার চাঞ্চল্যকর দাবি করলেন সাগ্নিকের প্রথম পক্ষের স্ত্রী ও শাশুড়ি...

Last Updated:

Pallavi Dey Death: সুকন্যার বাবা জানিয়েছেন, সুকন্যার বন্ধু ছিলেন পল্লবী। বেশ কয়েকবার পল্লবী তাঁদের বাড়িতে গিয়েছেন। বন্ধুত্বের কথা স্বীকার করে নিয়েছেন সুকন্যার মা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পল্লবী দের মৃত্যুতে রহস্য বাড়ছে ক্রমাগত৷ জানা যাচ্ছে, পল্লবীর প্রেমিক সাগ্নিকের এর আগে সুকন্যা মান্না নামে এক মহিলার সঙ্গে বিয়ে হয়েছিল। আর সাগ্নিক-সুকন্যার রেজিস্ট্রি ম্যারেজে হাজির ছিলেন খোদ পল্লবীই। এমনকি রেজিস্ট্রেশনে সাক্ষী হিসেবেও সই করেন পল্লবী। সুকন্যার বাবা জানিয়েছেন, সুকন্যার বন্ধু ছিলেন পল্লবী। বেশ কয়েকবার পল্লবী তাঁদের বাড়িতে গিয়েছেন। বন্ধুত্বের কথা স্বীকার করে  নিয়েছেন সুকন্যার মা৷
Sagnik Chakraborty Pallavi Dey 
Actress Death Update
Sagnik Chakraborty Pallavi Dey Actress Death Update
advertisement

সুকন্যার পরিবারের বক্তব্য, একসঙ্গে তাঁরা মেলামেশা করতেন। তখনই হয়তো সাগ্নিকের সঙ্গে পল্লবীর পরিচয় ঘটে থাকতে পারে। তবে গত বছর সুকন্যার জন্মদিনের সময় পল্লবীও গিয়েছিলেন তাঁদের বাড়িতে। আর তার ঠিক চার-পাঁচদিন পর থেকেই সুকন্যা আর সাগ্নিকের মধ্যে ঝামেলার সূত্রপাত হয়৷ এই সব তথ্য সামনে আসার পর ঘটনা জটিল হচ্ছে ক্রমশ৷

সুকন্যার দাবি, তাঁর সূত্রেই পল্লবী ও সাগ্নিকের আলাপ হয়েছিল। তারপর তাঁরা মেলামেশা শুরু করেন। সে কথা জানতে পেরে  ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছেন সুকন্যা।

advertisement

আরও পড়ুন: বিকেল-সন্ধ্যায় দুম করে ভোলবদল হবে আবহাওয়া, হু হু করে হাওয়া বইবে, সঙ্গী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অভিনেত্রী পল্লবী দে-এর মৃত্যু নিয়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। এ বার পল্লবীর সঙ্গী সাগ্নিক চক্রবর্তীর বিরুদ্ধে এ বার মারাত্মক অভিযোগ করল পল্লবীর পরিবার। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, পল্লবীর টাকা পয়সা হাতানোরও ছক থাকতে পারে সাগ্নিক চক্রবর্তীর। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, পল্লবীর ফিক্সড ডিপোজিটের নমিনি ছিলেন সাগ্নিক। সেখান থেকেই টাকা হাতানোর পরিকল্পনা করে থাকতে পারে সাগ্নিক।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Pallavi Dey Death: রহস্য বাড়ছে আরও! এবার চাঞ্চল্যকর দাবি করলেন সাগ্নিকের প্রথম পক্ষের স্ত্রী ও শাশুড়ি...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল