মহেশ ভাট, করণ জোহর সহ বেশ কিছু পরিচালকের ছবি বয়কটের ডাক দিয়ে ছিলেন সুশান্তের ফ্যানেরা। অনন্যা পান্ডে, আলিয়া ভাট সহ বলিউডের স্টার কিডদের ছবি বয়কটের ডাকও দেওয়া হয়। তার ফলই হাতে নাতে পাওয়া গেল 'সড়ক ২'-এর ট্রেলার মুক্তির পর। এযাবৎ কাল পর্যন্ত ইউটিউবে যত ট্রেলর মুক্তি পেয়েছে, কিম্বা অন্য ভিডিও তাতে অপছন্দের তালিকায় সেরা 'সড়ক ২'। ইউটিউবে ১০০ শতাংশ মানুষের মধ্যে ৯৫ শতাংশ মানুষই অপছন্দ করেছেন ট্রেলার। দিয়েছেন ডিসলাইক। ইতিমধ্যে প্রায় ২০ মিলিয়ন মানুষ ডিসলাইক করেছেন এই ভিডিও। যা এর আগে ইউটিউবের কোনও ভিডিওতে হয়নি। ডিসলাইক পাওয়াতে ইউটিউবে বিশ্ব রেকর্ড গড়ল 'সড়ক ২'। মাত্র ১৬৪ হাজার লাইক পেয়েছে এই ভিডিও। প্রায় দুই যুগ পর মহেশ ভাটের পরিচালনাতেই মুক্তি পাচ্ছে 'সড়ক' ছবির সিক্যুয়েল। তবে ট্রেলর মুক্তিতেই নতুন রেকর্ড গড়ল সড়ক ২। আর এই রিপোর্ট দেখে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে ভাট পরিবারে। মানুষ যদি সত্যিই তাঁদের বয়কট করে, তবে ভারতে আর ছবি রিলিজ করে ব্যবসা করতে পারবেন না ভাটরা !
advertisement