ঠাকুরবাড়ির সেই উপেক্ষিতা নারীর জীবন-কষ্টকে উপজীব্য করে পরিচালক শর্মিষ্ঠা দেব বানিয়েছেন নতুন ছবি 'কাদম্বরী আজও'। ছবির কাদম্বরী একালের। উনি একজন চিত্র পরিচালক। ঝকঝকে, স্মার্ট, আপাত দৃঢ়চেতা। কিন্তু মনটা? কবির বৌঠানের সঙ্গে ছবির কাদম্বরীর কতটা মিল?
পরিচালক শর্মিষ্ঠা দেব বলেন, "খুব সোজাসাপ্টা সম্পর্ক নেই, তবে সেই কাদম্বরীর একাকীত্ব,বিরহ,চাপাকষ্ট আজকের একবিংশ শতাব্দীর স্বাবলম্বী কাদম্বরীদের মধ্যেও যে তারই ছায়া,এই ছবি তারই কথা বলে।"
advertisement
কাদম্বরীর চরিত্রে অভিনয় করেছেন অঙ্কিতা চক্রবর্তী। এই কাদম্বরীর হাত ধরেই বহু বছর পর বড় পর্দায় ফিরলেন সাবিত্রী চট্টপাধ্যায়। এই ছবিতে কাদম্বরীর ঠাকুমার চরিত্রে তিনি অভিনয় করেছেন। চরিত্রটি অত্যন্ত রোমাঞ্চকর। সাবিত্রী চট্টপাধ্যায়ের চরিত্র নিয়ে খুব বেশি মুখ খুলতে চান না পরিচালক। এই চরিত্র একটা বড় চমক। সিনেমা হলে গিয়েই তা দেখতে হবে।
অমিতাভ ভট্টাচার্যকেও অনেকবছর পর আবার ছবিতে দেখা যাবে। একজন লেখকের ভূমিকায় তিনি অভিনয় করেছেন।
আরও পড়ুন: রিতেশ দেশমুখের প্রথম ওটিটি! তামান্না ভাটিয়ার সঙ্গে নেটফ্লিক্সে পা রাখছেন অভিনেতা
সেকালের কাদম্বরী বিষ খেয়ে মুক্তি খুঁজছিলেন। একালের কাদম্বরী কীভাবে নিজের মুক্তি খুঁজবেন? সেই নিয়েই ছবি 'কাদম্বরী আজও'।
ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রাজদীপ সরকার, বিশ্বজিত চক্রবর্তী, রুমকি চট্টপাধ্যায় প্রমুখ।
শিল্পী রূপঙ্কর বাগচী এবংসায়নী পালিতের কন্ঠে তিনটি রবীন্দ্রসঙ্গীত রয়েছে।
আরও পড়ুন: চড় খেয়েছিলেন সইফ থেকে কপিল শর্মা সকলেই, বলিউডে চর্চায় তিনু বর্মা
গোটা ছবির শুটিং হয়েছে কলকাতা এবং উত্তরবঙ্গর রিশপ, লোঁলেগাওতে। ছবিটি ইতিমধ্যেই ইন্দো-ফ্রাঁন্স এবং রিলস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার ছিনিয়ে নিয়েছে। ফ্রাঁন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ঠাঁই করে নিয়েছে এই ছবি।
ছবিটি ২৩ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরায় একসঙ্গে রিলিজ করবে।