TRENDING:

Salman Khan-Sabitri Chatterjee: কলকাতায় ছবির উৎসবে সাবিত্রীর সঙ্গে সাক্ষাৎ সলমনের, হাত মিলিয়ে শ্রদ্ধা বলি তারকার

Last Updated:

Salman Khan-Sabitri Chatterjee: বলিউডের সুপারস্টার সলমনকে সংবর্ধনা দিলেন টলিউডের সুপারস্টার দেব। বলি তারকাদের পাশাপাশি বাংলা সিনেমার জগতে বহু দশক ধরে যাঁরা বিনোদনের রসদ জুগিয়ে আসছেন, তাঁদেরও সংবর্ধনা দেওয়া হল মঞ্চে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শহরে ছবির উৎসব। শুরু হল উদ্বোধনী অনুষ্ঠান। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দেশবিদেশের তারকাদের ভিড়। এবার বিশেষ অতিথি হিসেবে মুম্বই থেকে উপস্থিত হয়েছেন সলমন খান, অনিল কাপুর, সোনাক্ষী সিনহা, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট, তিগমাংশু ধুলিয়া-সহ আরও অনেকে। ফিল্ম ফেস্টিভ্যালের এ বছরের থিম ‘বিশ্ব সিনেমার বঙ্গ ভ্রমণ’।
সাবিত্রী-সলমনের সাক্ষাৎ
সাবিত্রী-সলমনের সাক্ষাৎ
advertisement

বলিউডের সুপারস্টার সলমনকে সংবর্ধনা দিলেন টলিউডের সুপারস্টার দেব। বলি তারকাদের পাশাপাশি বাংলা সিনেমার জগতে বহু দশক ধরে যাঁরা বিনোদনের রসদ জুগিয়ে আসছেন, তাঁদেরও সংবর্ধনা দেওয়া হল মঞ্চে। সেখানে বিশেষ উল্লেখযোগ্য অবশ্যই সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায় এবং লিলি চক্রবর্তী।

বাংলা সিনেমার স্বর্ণযুগে এই তিন নায়িকার অবদান সর্বদা অনঃস্বীকার্য। তাঁদের মধ্যে বয়োজ্যেষ্ঠা অভিনেত্রী সাবিত্রীকে ধরে ধরে মঞ্চের মাঝখানে নিয়ে আসা হল। সঞ্চালিকা জুন মালিয়া এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণার পর সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এগিয়ে এলেন সংবর্ধনা দেওয়ার জন্য। জুন মাইকে ঘোষণা করলেন, ‘‘৬০ বছর ধরে আমাদের মনোরঞ্জন করেছেন, করে চলেছেন সাবিত্রীদি।’’

advertisement

আরও পড়ুন: সলমন খানকে স্বাগত জানাবেন সুপারস্টার দেব, ‘বাংলার মাটি বাংলার জল’ গান দিয়ে ফিল্ম ফেস্টিভ্যালের অনুষ্ঠান শুরু

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সম্মান জানানোর জন্য নিজে হাতে তুলে দিলেন স্মারক। আর তাঁদেরই মাঝে আসন থেকে উঠে এলেন বলিউডের ভাইজান। সাবিত্রীর হাত ধরে তাঁকে বিশেষ শ্রদ্ধা জানালেন সলমন। বাংলার মঞ্চে কিংবদন্তি অভিনেত্রীর সঙ্গে আলাপ হল বলি তারকার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

উদ্বোধনী অনুষ্ঠান দেড় ঘন্টার। তারপরে হবে বিশেষ তথ্যচিত্রের প্রদর্শনী। মঙ্গলবার কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানকে এভাবেই সাজানো হয়েছে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan-Sabitri Chatterjee: কলকাতায় ছবির উৎসবে সাবিত্রীর সঙ্গে সাক্ষাৎ সলমনের, হাত মিলিয়ে শ্রদ্ধা বলি তারকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল