KIFF 2023: সলমন খানকে স্বাগত জানাবেন সুপারস্টার দেব, 'বাংলার মাটি বাংলার জল' গান দিয়ে ফিল্ম ফেস্টিভ্যালের অনুষ্ঠান শুরু

Last Updated:

Kolkata International Film Festival 2023 : চূড়ান্ত হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের সূচী। সলমন খান ছাড়াও বিশেষ অতিথি হিসেবে অভিনেতা অনিল কাপুর,কমল হাসান, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহেশ ভাট উপস্থিত থাকবেন।

কলকাতা: উদ্বোধনী অনুষ্ঠান দেড় ঘন্টার। তারপরে হবে বিশেষ তথ্যচিত্রের প্রদর্শনী। মঙ্গলবার কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানকে এভাবেই সাজানো হয়েছে। ইতিমধ্যেই তার অনুষ্ঠানসূচিও চূড়ান্ত হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। অনুষ্ঠান মন্ত্রকে এমনভাবেই সাজানো হচ্ছে যাতে মুখ্যমন্ত্রীর দু’দিকে থাকবেন সলমন খান ও সৌরভ গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানসূচি যে চূড়ান্ত হয়েছে তাতে দুপুর ৩:৫৫ মিনিট থেকে শুরু হবে মূল অনুষ্ঠান। প্রথমেই ‘বাংলার মাটি বাংলার জল’ রাজ্যের সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু করা হবে। তারপর হবে ডোনা গঙ্গোপাধ্যায়ের গ্রুপের নেতৃত্বে নৃত্য অনুষ্ঠান পরিবেশন। তারপরেই অতিথিরা এক এক করে মঞ্চে উঠবেন। ফিল্ম ফেস্টিভ্যালের অনুষ্ঠানের মঞ্চে সলমন খান, অনিল কাপুর, কমল হাসান, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহেশ ভাট উপস্থিত থাকবেন।
পাশাপাশি রাশিয়া, স্পেন আমেরিকা থেকেও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলেই জানা গেছে। এবারের ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক তথা অভিনেতা সলমন খানকে ১০ মিনিট সময় দেওয়া হয়েছে তার বক্তব্য রাখার জন্য। পাশাপাশি অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট, সোনাক্ষী সিনহা, কমল হাসান ও অনিল কাপুর। ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন অভিনেতা সলমন খান, অনিল কাপুর সহ একাধিক ব্যক্তিত্বরা। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চকে সাজানোর পাশাপাশি কে কাকে স্বাগত জানাবেন সেই বিষয়েও ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, দেব সম্মান জানাবেন সলমন খানকে।
advertisement
advertisement
সোহম চক্রবর্তী সম্মান জানাবেন অনিল কাপুরকে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্বাগত জানাবেন কমল হাসানকে, রাজ চক্রবর্তী সম্মান জানাবেন শত্রুঘ্ন সিনহা কে, অভিনেত্রী রুক্মিণী মৈত্র সম্মান জানাবেন সোনাক্ষী সিনহাকে। কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল-এর উদ্বোধনী অনুষ্ঠানকে এভাবেই সাজিয়ে তোলা হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।
advertisement
গতবছর শাহরুখ খান, অমিতাভ বচ্চনকে এক মঞ্চে দেখা গিয়েছিল ফিল্ম ফেস্টিভ্যালের অনুষ্ঠানে। এবার অবশ্য শাহরুখ খান অমিতাভ বচ্চন উপস্থিত থাকতে পারছেন না ফিল্ম ফেস্টিভ্যালের অনুষ্ঠানে তা আগেই জানানো হয়েছিল রাজ্যকে। তাই দেখার কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চ থেকে সলমন খান কী বার্তা রাখেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত সাক্ষাৎও হতে পারে অভিনেতা সলমন খানের।
বাংলা খবর/ খবর/কলকাতা/
KIFF 2023: সলমন খানকে স্বাগত জানাবেন সুপারস্টার দেব, 'বাংলার মাটি বাংলার জল' গান দিয়ে ফিল্ম ফেস্টিভ্যালের অনুষ্ঠান শুরু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement