TRENDING:

Bela Shuru: ‘বেলাশুরু’ ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটি দৃশ্য তাঁর সবথেকে বেশি ভাল লেগেছে, জানালেন ‘প্রাক্তন’-এর সাবিত্রী

Last Updated:

Bela Shuru:শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি ‘প্রাক্তন’-এ সৌমিত্র চট্টোপাধ্যায় ও সাবিত্রী চট্টোপাধ্যায় একসঙ্গে অভিনয় করেছিলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ‘বেলাশুরু’ ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় তাঁর মন ছুঁয়ে গিয়েছে৷ কিন্তু ছবির একটি জায়গা বিশেষ করে সাবিত্রী চট্টোপাধ্যায়ের মনের অলিন্দে জায়গা করে নিয়েছে৷ সেটা কোন দৃশ্য, জানিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী৷ ছবির এক দৃশ্যে সৌমিত্রকে প্রস্তাব দিচ্ছেন তাঁর সন্তানরা৷ কীভাবে তাঁরা মাকে ভাল রাখতে পারেন৷ সকলের কথা শোনার পর ঘর থেকে ধীরে ধীরে বেরিয়ে যান সৌমিত্র তথা চিত্রনাট্যের বিশ্বনাথ৷ তার পর আবার ঘরে ফিরে আসেন ধীর পায়ে৷ দৃঢ় কণ্ঠে জানান, কাউকে দায়িত্ব নিতে হবে না৷ কলকাতায় নিয়ে যেতে হবে না৷ রাখতে হবে কোনও সেবিকাকে৷ শান্তিনিকেতনের বাড়িতে তিনি নিজেই দেখভাল করবেন স্ত্রী আরতির৷
Bela Shuru
Bela Shuru
advertisement

সেই দৃশ্যে অসম্ভব দৃঢ়তার সঙ্গে সৌমিত্র বলেছিলেন তিনি ছাড়া আর কেউ আরতির দেখাশোনা করতে পারবেন না৷ এই যে দৃঢ়তা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা- সৌমিত্র অভিনয়ে সেই বার্তা ও অভিব্যক্তি ছুঁয়ে গিয়েছে বর্ষীয়ান অভিনেত্রীর মন ও মনন৷ সাবিত্রীর কথায়, সৌমিত্র চট্টোপাধ্যায় চিরকালই অসাধারণ৷ তবে ‘বেলাশুরু’-তে ওই বিশেষ দৃশ্য খুবই ভাল লেগেছে সাবিত্রীর৷

advertisement

আরও পড়ুন : বেলাশেষের পর ভাবিইনি আর আমি ছবি করতে পারব’, রয়ে গিয়েছে স্বাতীলেখার কথা

আরও পড়ুন : ‘‘যে সম্পর্ক ঘরে বাইরে থেকে শুরু হয়েছিল, সেটা এখানে...’’, কেমন লাগল ‘বেলাশুরু’, জানালেন সন্দীপ রায়

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি ‘প্রাক্তন’-এ সৌমিত্র চট্টোপাধ্যায় ও সাবিত্রী চট্টোপাধ্যায় একসঙ্গে অভিনয় করেছিলেন৷ ট্রেনযাত্রীর ভূমিকায় দু’জনের স্বল্প পরিসরের অভিনয় ছিল ওই ছবির অন্যতম সেরা অংশ৷ ‘প্রাক্তন’-ও শিবপ্রসাদ ও নন্দিতা জুটির বক্সঅফিস সফল ছবি৷ দর্শকদেরও মনের মণিকোঠায় রয়ে গিয়েছে ‘প্রাক্তন’৷ বরাবরের মতো ভাল লাগার সেই ধারা অনুরণিত হয়েছে ‘বেলাশুরু’-তেও৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bela Shuru: ‘বেলাশুরু’ ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটি দৃশ্য তাঁর সবথেকে বেশি ভাল লেগেছে, জানালেন ‘প্রাক্তন’-এর সাবিত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল