সেই দৃশ্যে অসম্ভব দৃঢ়তার সঙ্গে সৌমিত্র বলেছিলেন তিনি ছাড়া আর কেউ আরতির দেখাশোনা করতে পারবেন না৷ এই যে দৃঢ়তা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা- সৌমিত্র অভিনয়ে সেই বার্তা ও অভিব্যক্তি ছুঁয়ে গিয়েছে বর্ষীয়ান অভিনেত্রীর মন ও মনন৷ সাবিত্রীর কথায়, সৌমিত্র চট্টোপাধ্যায় চিরকালই অসাধারণ৷ তবে ‘বেলাশুরু’-তে ওই বিশেষ দৃশ্য খুবই ভাল লেগেছে সাবিত্রীর৷
advertisement
আরও পড়ুন : বেলাশেষের পর ভাবিইনি আর আমি ছবি করতে পারব’, রয়ে গিয়েছে স্বাতীলেখার কথা
আরও পড়ুন : ‘‘যে সম্পর্ক ঘরে বাইরে থেকে শুরু হয়েছিল, সেটা এখানে...’’, কেমন লাগল ‘বেলাশুরু’, জানালেন সন্দীপ রায়
প্রসঙ্গত শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি ‘প্রাক্তন’-এ সৌমিত্র চট্টোপাধ্যায় ও সাবিত্রী চট্টোপাধ্যায় একসঙ্গে অভিনয় করেছিলেন৷ ট্রেনযাত্রীর ভূমিকায় দু’জনের স্বল্প পরিসরের অভিনয় ছিল ওই ছবির অন্যতম সেরা অংশ৷ ‘প্রাক্তন’-ও শিবপ্রসাদ ও নন্দিতা জুটির বক্সঅফিস সফল ছবি৷ দর্শকদেরও মনের মণিকোঠায় রয়ে গিয়েছে ‘প্রাক্তন’৷ বরাবরের মতো ভাল লাগার সেই ধারা অনুরণিত হয়েছে ‘বেলাশুরু’-তেও৷