TRENDING:

Rupankar Bagchi : কেকে-র প্রতি শ্রদ্ধা জ্ঞাপন রূপঙ্করের! প্রয়াত গায়কেরই গান গেয়ে আবেগে ভাসলেন তিনি

Last Updated:

Rupankar Bagchi : কেকে-র প্রতি শ্রদ্ধা জ্ঞাপন রূপঙ্করের! প্রয়াত গায়কেরই গান গেয়ে আবেগে ভাসলেন তিনি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রয়াত গায়ক কেকে-কে তাঁর গান গেয়েই অবশেষে শ্রদ্ধা জানালেন গায়ক রূপঙ্কর বাগচী। কেকে-র মৃত্যুর আগের দিন রূপঙ্করের ভিডিও এখনও ভোলেননি। গায়ক প্রশ্ন তুলেছিলেন, 'হু ইজ কেকে ম্যান?' আর তার পরের দিনই সেই মর্মান্তিক ঘটনা ঘটে যায়। কলকাতার নজরুল মঞ্চে শো করেই অসুস্থ হয়ে পড়েন কেকে। কয়েক ঘণ্টার মধ্য়ে প্রয়াত হন গায়ক।
কেকে-র প্রতি শ্রদ্ধা জ্ঞাপন রূপঙ্করের! প্রয়াত গায়কেরই গান গেয়ে আবেগে ভাসলেন তিনি
কেকে-র প্রতি শ্রদ্ধা জ্ঞাপন রূপঙ্করের! প্রয়াত গায়কেরই গান গেয়ে আবেগে ভাসলেন তিনি
advertisement

কেকের মৃত্যুতে আকস্মিক শোক আর তার পাশাপাশি রূপঙ্করের ভিডিও। এই দুই মিলে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন পড়ে গিয়েছিল। রূপঙ্করের সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিতে থাকে নেটিজেন। এমনকি রূপঙ্কর ও তাঁর পরিবারের কাছে আসতে থাকে একের পরে এক হুমকি। তাঁকে দ্বারস্থ হতে হয় পুলিশের কাছে। শেষে সাংবাদিক বৈঠকে বিবৃতি পড়ে কেকে-র পরিবারের কাছে দুঃখপ্রকাশ করেন গায়ক। কিন্তু তাতেও চিঁড়ে ভেজেনি।

advertisement

ফের সোশ্যাল মিডিয়ায় একদল নেটিজেন আক্রমণ করেন নেটিজেনকে। প্রশ্ন তোলেন, কেন বিবৃতি পড়ে ক্ষমা চাইতে হল রূপঙ্করকে। তার পরে বেশ কিছুটা সময় বয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়াতেও নেটিজেন ভুলতে বসেছে বিষয়টি। এরই মধ্যে এক বেসরকারি চ্যানেলে গানের অনুষ্ঠান করতে আসেন রূপঙ্কর। আর সেখানেই তিনি কেকে-কে শ্রদ্ধা জানান।

গানটি গাওয়ার আগে রূপঙ্কর বলেন, "ছবিটির নাম ছিল মাই ব্রাদার নিখিল। সঞ্জয় সুরির ছবি। জুহি চাওলা ছিলেন। এই গানটির তিনটি ভার্শন ছিল। একটি কেকে গেয়েছিলেন। একটি অসাধারণ গাওয়া গান।"

advertisement

আরও পড়ুন- আমরা একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিলাম! যশের সঙ্গে সংসার, ট্রোলিং নিয়ে যা বললেন নুসরত

রূপঙ্কর এও জানান যে, এই গানটি আগে খুব গাইতেন। এখন একটু অনভ্যস্ততা রয়েছে। এই গানের ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল। একদিকে যেমন একদল নেটিজেন রূপঙ্করের এই আচরণ প্রশংসা করেছেন। আবার অন্যদিকে কিছু মানুষ ফের তাঁকে বিঁধতে ছাড়েননি। কেউ কেউ তির্যক মন্তব্য করে বলেন, "এবার চিনতে পেরেছেন হু ইজ কেকে?" আবার কেউ বলছেন, "সময় সব শিখিয়ে দেয়"। আবার কেউ বলেছেন, "ভুল করে ক্ষমা চাওয়াও বড় ব্যাপার।"

advertisement

আরও পড়ুন- রাজের পরিচালনায় এবার হিন্দি ওয়েব সিরিজ! নায়িকার চরিত্রে কি সাই পল্লবী

প্রসঙ্গত, কেকের মৃত্যুর আগের দিন রূপঙ্কর তাঁর ভিডিওয় বলেন, "কেকে? হু ইজ কে! আমরা যে কোনও কে-র থেকে ভাল গান গাই। আমি যে গায়কদের নাম নিলাম তারা সবাই কেকে-র থেকে ভাল গায়। দক্ষিণ ভারত, পঞ্জাব, ওড়িশা থেকে শিখুন। আর কতদিন বম্বে নিয়ে এত উত্তেজনা দেখাবেন! বাঙালি হোন প্লিজ।" এই ভিডিওর বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দেয় বহু মানুষ।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Rupankar Bagchi : কেকে-র প্রতি শ্রদ্ধা জ্ঞাপন রূপঙ্করের! প্রয়াত গায়কেরই গান গেয়ে আবেগে ভাসলেন তিনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল