ইনস্টাগ্রামে অরিজিতের কনসার্টের পোস্টারের ছবি পোস্ট করে টিকিটের লিঙ্কও দিলেন তিনি। এক সঙ্গীতশিল্পী আর এক সঙ্গীতশিল্পীর প্রচারে মাঠে নামলেন। আর তাঁর এই প্রয়াসে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। কেউ কেউ মনে করলেন সে দিনের কথা, যখন রূপমের কনসার্টে এক ঝলকের জন্য মঞ্চে দেখা দিয়েছিলেন অরিজিৎ। রূপম-ভক্তদের আশা, হয়তো অরিজিতের শো-তেও মঞ্চে উঠবেন রূপম।
advertisement
অরিজিতের প্রশংসা করে রূপম সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘এর আগে আমি অরিজিতের শহরে পারফর্ম করেছি। সে নিয়ে অনেক সুখস্মৃতি রয়েছে, যা আজও টাটকা। কাকিমা মানে অরিজিতের মায়ের সঙ্গে আলাপ হওয়াটা ছিল সবচেয়ে বড় প্রাপ্তি। আজ তো তিনি আর নেই। স্মৃতিটুকু থেকে যায়। এবার অরিজিৎ সিং আরেকবার আমার শহর মাতাতে আসছে। আমি অবশ্যই থাকছি দর্শক-শ্রোতা হিসেবে। জানিই, দারুণ একটা কনসার্ট দেখব। তোমরা আসছ তো?’
আরও পড়ুন: শহরে অরিজিতের কনসার্ট, কোথায় পাবেন টিকিট, দাম শুরু কত থেকে? সর্বোচ্চ ৭৫ হাজার!
আরও পড়ুন: তাঁর গান ভোলেনি কেউ, তাও গাওয়া ছাড়লেন কেন বলি গায়ক? অভিযোগের তির অরিজিতের দিকে!
কলকাতার অ্যাকোয়াটিকায় অনুষ্ঠান করবেন বলিউড গায়ক। আগামী ১৮ তারিখ তাঁর গান শুনতে যাচ্ছেন শহরের তারকা থেকে সাধারণেরা। যদিও টিকিটের মূল্য এতই বেশি যে অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারছেন না। সে কথা রূপমের পোস্টে বারবার জানালেন ভক্তরা।