TRENDING:

Rupam Islam-Arijit Singh: প্রথম বার জুটি বাঁধছেন রূপম-অরিজি‍ৎ! জানিয়ে দিলেন দুই তারকা, তৈরি হচ্ছে ইতিহাস

Last Updated:

Rupam Islam-Arijit Singh: অনুরাগীদের জন্য আরও একটি সুখবর নিয়ে এলেন দুই শিল্পী। বুধবার একটি ভিডিও ফেসবুক পোস্ট করে রূপম জানান, খুব শীঘ্রই অরিজিতের কাজ করবেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গত শনিবার এক ইতিহাসের স্বাক্ষী থেকেছিল শহর। দুই শিল্পীর যুগলবন্দি চাক্ষুষ করার সুযোগ পেয়েছিলেন সঙ্গীতপ্রেমীরা। সুরে সুরেই যেন জীবন্ত হয়েছিল নস্টালজিয়া।
একসঙ্গে কাজ করবেন রূপম এবং অরিজিৎ
একসঙ্গে কাজ করবেন রূপম এবং অরিজিৎ
advertisement

শনিবার গোটা কলকাতা শহরই যেন পৌঁছে গিয়েছিল অ্যাকোয়াটিকার ওয়াটার পার্কে। কারণ অরিজিৎ সিংয়ের লাইভ। মঞ্চে নানা গানের মাঝে অরিজিৎ তাঁর প্রিয় 'রকস্টার' রূপম ইসলামকে সম্মান জানিয়ে গাইলেন, 'আরও একবার চলো ফিরে যাই', 'একলা ঘর আমার দেশ'। দর্শকাসনে ছিলেন রূপম স্বয়ং। আবেগ সামাল দিতে পারেননি তিনিও। অনুজের সঙ্গে গলা মিলিয়েছিলেন অগ্রজ।

advertisement

রূপম জানিয়েছিলেন, সেই প্রথম তাঁদের সামনাসামনি সাক্ষাৎ। আর প্রথম সাক্ষাতেই সঙ্গী তাঁদের গান।

আরও পড়ুন: মশার কামড়, ভলান্টিয়ারদের দুর্ব্যবহার, অরিজিতের শো-তে বিশৃঙ্খলা! বিস্ফোরক গায়ক

আরও পড়ুন:ঘরে ব্যক্তিগত মুহূর্তের ছবি ফাঁস! পাপারাৎজির উপর ক্ষোভ, পুলিশের দ্বারস্থ আলিয়া

advertisement

এ বার অনুরাগীদের জন্য আরও একটি সুখবর নিয়ে এলেন দুই শিল্পী। বুধবার একটি ভিডিও ফেসবুক পোস্ট করে রূপম জানান, খুব শীঘ্রই অরিজিতের কাজ করবেন তিনি। রূপমের পাশেই গিটার হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেল অরিজিৎকে।

রূপম বলেন, "অনেক দিন ধরে আমাদের কথা ছিল যে, আমরা একসঙ্গে পাশাপাশি দাঁড়াব। এবং অবশেষে হয়তো একসঙ্গে কাজও করব।" রূপম জানান, সেই কনসার্টের পর অনেকেই জানতে চেয়েছিলেন, তাঁরা একসঙ্গে কাজ করবেন কি না। এ বার অনুরাগীদের ইচ্ছাপূরণের জন্যই জুটি বাঁধছেন দুই তারকা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কাজের ঘোষণার মাঝেই গিটারে রূপমের গানের সুর তুললেন অরিজিৎ। গুনগুনিয়ে উঠলেন রূপমও। তবে কাজ নিয়ে এখনই বিশেষ খোলসা করে বললেন না দুই তারকা। তবে দু'জনের যুগলবন্দির খবরে উচ্ছ্বসিত তাঁদের অনুরাগীরা।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Rupam Islam-Arijit Singh: প্রথম বার জুটি বাঁধছেন রূপম-অরিজি‍ৎ! জানিয়ে দিলেন দুই তারকা, তৈরি হচ্ছে ইতিহাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল