বহু বছরের বিরতির পর পর্দায় ফিরেছিলেন অভিনেত্রী-বিজেপি নেত্রী রূপা। বছরের শুরুতে এই ধারাবাহিক দেখানো শুরু হয় স্টার জলসার পর্দায়। ধারাবাহিক শুরু হওয়ার আগে থেকেই দর্শকদের মধ্যে উৎসাহ তুঙ্গে ছিল। অনেকদিন পর নেত্রীকে অভিনেত্রীর ভূমিকায় দেখা গিয়েছিল। মধ্য বয়সি গৃহবধূর ভূমিকায় দেখা গিয়েছিল রূপাকে।
তিনি খোদ জানিয়েছিলেন, এই চরিত্রটি নিয়ে অত্যন্ত আশাবাদী ছিলেন। রাজনীতির ময়দানে কাজ করতে করতে অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন অভিনেত্রী। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, ‘ধর তক্তা মার পেরেক’-এর মতো কাজ করবেন না। বড়পর্দার মতোই খুব মন দিয়ে কাজ করছেন তিনি। সবাই মিলে আনন্দ করে শ্যুট করছেন প্রত্যেকে।
advertisement
আরও পড়ুন: সারা জীবনই নিজের প্রতি যত্ন নিইনি, এখন আমি দেখতে ভাল নই, মাথায় চলে সেটা: রূপা
কিন্তু তার পরেও ৬ মাস সম্পূর্ণ হওয়ার আগেই বেরিয়ে গেলেন তিনি? নাকি সরিয়ে দেওয়া হল রূপাকে? সেই প্রশ্নের উত্তর মেলেনি এখনও। সেই সময়ে সংবাদমাধ্যমে রূপা জানিয়েছিলেন, আবার নতুন করে মেকআপ করতে, চুল নিয়ে কারুকার্য করতে, সেজে উঠতে ভাল লাগছে তাঁর। নতুন ভাবে আবার পুরনো জীবনে ফিরে গিয়েছিলেন রাজনীতিবিদ।
কিন্তু এবার থেকে বিথিকার চরিত্রে আর দেখা দেবেন না রূপা। তাঁর পরিবর্তে অনুশ্রী সেই চরিত্রে অভিনয় করবেন। সম্প্রচারের দিন স্ক্রিনে লিখেও দেওয়া হল এই তথ্যটি।