TRENDING:

Rupa Ganguly In Meyebela: মেকআপ হেয়ারস্টাইল, শাড়ি পরা! নতুন করে সাজতে ভাল লাগছে: মেগায় কামব্যাক নিয়ে রূপা

Last Updated:

Rupa Ganguly In Meyebela: রূপা জানালেন, আগেও একাধিক বার তিনি অভিনয় থেকে বিরতি নিয়েছেন, কিন্তু এবার সবথেকে বেশি সময় কেটে গিয়েছে। তাঁর ভাল লাগছে নতুন করে মেকআপ করতে, চুল নিয়ে কারুকার্য করতে, সেজে উঠতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: একান্নবর্তী পরিবার। মিত্র পরিবার। দক্ষিণ কলকাতার সাধারণ মধ্যবিত্ত বাড়ি। মানুষগুলির রোজকার ভালবাসা, খুনসুটি, ঝগড়ার গল্প। কিন্তু সবের মধ্যে বেঁচে থাকার গল্প। দু'টি তলার এক তলায় থাকে ভাদুড়ির পরিবার। তারা ভাড়াটে। মিত্র পরিবার থাকে উপরের তলায়। আর সেখানেই তৈরি হচ্ছে নতুন গল্প। সেই পরিবারের মেজ বউয়ের কাহিনি ফুটিয়ে তুলবেন রূপা গঙ্গোপাধ্যায়। দীর্ঘ ৫ বছর পর এই মিত্র বাড়ির মেজ বউ, বিথিকার চরিত্র নিয়ে পর্দায় ফিরলেন রাজনীতিক-অভিনেত্রী।
রূপা গঙ্গোপাধ্যায়
রূপা গঙ্গোপাধ্যায়
advertisement

বড় ছেলে নির্ঝরের বউ হিসেবে আসে মোহনা। দোতলা বাড়ির ভাড়াটের পরিবারের এক সদস্য। নিজের মাসি মেসোর সঙ্গে সেই বাড়ির এক তলায় বাস মোহনার। ছোট থেকেই বিথিকাকে দেখেছে সে। তাই এমনিতেই একটা টান অনুভব করত। কিন্তু বিথিকা তাকে পছন্দ না করলেও সে বারবার শাশুড়িকে কাছে টানার চেষ্টা করবে। সমাজ বলে, 'মেয়েরাই মেয়েদের শত্রু'। এই প্রবাদ মিথ্যে করার প্রয়াসই থাকবে এই গল্পে। এক ছাদের তলায় লড়াই করতে করতে আপাত দৃষ্টিতে দেখা না গেলেও মেয়েরা একজোট হয়েই থাকেন। পাশে দাঁড়ান একে অপরের। আর সে সব নিয়েই আগামী ২৩ জানুয়ারি থেকে স্টার জলসায় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হচ্ছে 'মেয়েবেলা'।

advertisement

আরও পড়ুন: রওনা হওয়ার সময়ে গাড়ি পর্যন্ত ছাড়তে এলেন অরিজিৎ, আমার তো হাত পা অবশ! বললেন ইমন

আরও পড়ুন: শীতের রাতে কালনার রাস্তায় গান, মহীনের তাপসের চিকিৎসার খরচ তুলতে শিল্পীদের প্রয়াস

চরিত্র সম্পর্কে রূপা বললেন, ''মেজ বউ বিথির অনেক গুণ ছিল, ক্ষমতা ছিল। কিন্তু সংসারে তো ইচ্ছেমতো সব কিছু করা যায় না। সবাইকে সঙ্গে রেখে সবকিছু করতে পারে না কেউ। তাই বিথিকার গান করা হল না। আরও অনেক কিছুই করা হল না। করলে হয়তো সে খ্যাতি অর্জন করতে পারত। চরিত্রগুলো ভীষণ সাধারণ। সাজগোজও খুব স্বাভাবিক। আমরা যেভাবে বাড়িতে থাকি সেভাবে। সাদামাঠা গল্প। রোজকারের গল্প।''

advertisement

রূপা জানালেন, আগেও একাধিক বার তিনি অভিনয় থেকে বিরতি নিয়েছেন, কিন্তু এবার সবথেকে বেশি সময় কেটে গিয়েছে। তাঁর ভাল লাগছে নতুন করে মেকআপ করতে, চুল নিয়ে কারুকার্য করতে, সেজে উঠতে। নতুন ভাবে আবার পুরনো জীবনে ফিরে এলেন রাজনীতিবিদ।

advertisement

কিন্তু কেন এতদিন অভিনয় থেকে নিজেকে দূরে রেখেছিলেন তিনি? রাজনীতির পাশাপাশি কাজ করলেন না কেন?

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

রূপার কথায়, ''আমি এমন একটা কাজের সঙ্গে যুক্ত ছিলাম, তার পাশাপাশি এই কাজ করা যেত না। কারণ দু'টোতেই নিজের ১০০ শতাংশ দিতে হত। সেই সময়টা পাচ্ছিলাম না। অনেকটা সময় দিতে হয় দুই কাজেই। সামনে এসে কাজ করতে গেলে দুই ক্ষেত্রেই শারীরিক ভাবে উপস্থিত থাকাটা খুব দরকার। তাই এই বিরতি। ৩৫ বছরের কেরিয়ারে প্রায় ৪ বার ছুটি নিয়েছি। তবে এত লম্বা নয়। কখনও ৬ মাস হত বা ৮ মাস।''

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Rupa Ganguly In Meyebela: মেকআপ হেয়ারস্টাইল, শাড়ি পরা! নতুন করে সাজতে ভাল লাগছে: মেগায় কামব্যাক নিয়ে রূপা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল