এর পর সময় গড়িয়েছে। প্রায় আড়াই বছর হল বলিউড সুশান্ত-হীন। তাঁর মৃত্যুর কারণ অনুসন্ধান করে এখনও তদন্ত চালাচ্ছে সিবিআই। সুশান্তের পরিবার তো বটেই, প্রয়াত অভিনেতার সুবিচার পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন আরও একজন। রূপা গঙ্গোপাধ্যায়।
১৪ অক্টোবর সুশান্তকে নিয়ে একটি ট্যুইট করেন রূপা। মাতৃত্বসুলভ মমতায় অভিনেতাকে 'বেটা' সম্বোধন করেছেন ৫৫-র অভিনেত্রী। এখন তাঁর কাছে ১৪ সংখ্যাটাই যেন বিষাদের। আবেগের ঝাঁপি উপুড় করে সুশান্তের উদ্দেশে রূপা লিখেছিলেন, 'আজ ১৪ তারিখ। আরও একটা ১৪ তারিখ পার হয়ে গেল। তোমার কাজ, ভিডিয়োগুলো দেখছিলাম। বেটা, তোমার কথা মনে পড়ে।'
advertisement
You calling @itsSSR(Bhai) #Beta is so heartwarming @RoopaSpeaks Roopa Ji. We are patiently waiting for CBI to tell us the truth. #justiceforSushanthSinghRajput https://t.co/sP9Z0UA3xc
— Shweta Singh Kirti (@shwetasinghkirt) November 7, 2022
আরও পড়ুন : রণবীর-আলিয়ার বিলাসবহুল বাড়ি 'বাস্তু'! দাম ৩৫কোটি, ঢুঁ মেরে দেখুন অন্দরমহলে
আরও পড়ুন : হঠাৎ এই লক্ষণ দেখা দিচ্ছে? সাবধান! পুরুষের তুলনায় মহিলাদের ডায়াবেটিস বেশি ভয়ের
আরও যোগ করেন রূপা। লেখেন, 'জানি না তোমার জন্য ন্যায়বিচারের অপেক্ষায় কতগুলো মাস আর বছর কাটাতে হবে। তোমার হাসিটুকু থেকে যাক।'
সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তির নজর এড়ায়নি রূপার এই আবেগঘন বার্তা। ভাইয়ের অকাল মৃত্যুকে আত্মহত্যা বলে মানতে তিনি আগাগোড়াই নারাজ। রূপাকে পাশে পেয়ে খানিক আশ্বস্ত তিনি। তাঁর ট্যুইটের উত্তরে তিনি লিখেছেন, 'রূপাজি, ভাইকে আপনি বেটা সম্বোধন করেছেন। যা আমার মন সত্যিই মন ছুঁয়ে গিয়েছে। সিবিআই নিশ্চয়ই আমাদের সত্যিটা জানাবে। সেই অপেক্ষাই করছি।"