তার সর্বশেষ পোস্টে নীহারিকা বাড়িতে আংটি বদলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। লাবণ্য ত্রিপাঠী ও বরুন তেজ কাছের আত্মীয় ও বন্ধু-বান্ধবদের নিয়েই সেরেছিলেন অনুষ্ঠান। সেখানে দেখা গিয়েছিল রাম চরণ, আল্লু অর্জুন এবংচিরঞ্জীবীকেও।
আরও পড়ুন: ৪৮ বছর বয়সে ফের পড়াশোনা! কী এমন করছেন টুইঙ্কল, জানলে অবাক হবেন
পারিবারিক অনুষ্ঠানে নীহারিকার স্বামী চৈতন্যের অনুপস্থিতি তাদের বিচ্ছেদের গুঞ্জন আরও কিছুটা বাড়িয়ে দিল। তার ইস্টাগ্রামে করা পোস্টের নীচে একজন কমেন্ট করেন, “জামাইবাবু আসেননি?” আরেকজন বলেন, “বরুনের জামাইবাবু কোথায়?” অন্য একজন লেখেন, “চৈতন্য কোথায়?” আর একজন তাঁকে উত্তর দেন “ওদের সম্পর্ক ভেঙে গিয়েছে, ভাই”।
advertisement
আরও পড়ুন: মেগায় মেগায় মহাযুদ্ধ! ‘সন্ধ্যাতারা’ না ‘ফুলকি’ কে জিতবে দর্শকদের মন
চিরঞ্জীবী এবং পবন কল্যাণের ভাগ্নি নীহারিকা গত মাসে যখন ইনস্টাগ্রামে চৈতন্যকে আনফলো করেছিলেন তখন বিবাহবিচ্ছেদের গুজব রটে ছিল। পাশাপাশি তিনি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁর বিয়ের সব ছবিও ডিলিট করে দেন।
তেলুগু চলচ্চিত্রের অতিপরিচিত মুখ নীহারিকা ২০২০ সালের অগাস্টে একটি সাতপাকে বাঁধা পড়েন চৈতন্যর সঙ্গে। অনুষ্ঠানে কেবল দম্পতির ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। চৈতন্য বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্সের প্রাক্তন ছাত্র।হায়দরাবাদের একটি নামজাদা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বিজনেস অ্যানালিস্ট।
বিরতি শেষে কাজে ফিরছেন নীহারিকা। তাঁকে ডিজনি প্লাস হটস্টারের ডেড পিক্সেলসে দেখা যাবে। নীহারিকা কোনিডেলা সিরিজের হর্ষ চেমুদু, সাই রোণক, অক্ষয় লাগুসানি, ভাবনা সাগি পাশাপাশি অভিনয় করেছেন।