তিনি ২২ মে, সোমবার সন্ধ্যা ৭:৩৫ নাগাদ সকলের উদ্দেশ্যে রুক্মিণী তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে মাধ্যমে জানান যে তাঁর ফেসবুক প্রোফাইল হ্যাক হয়েছে। দেবের প্রিয়তমা ট্যুইট করে জানান, ‘আপনাদের সবাইকে জানাচ্ছি যে আমার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজার এটি রিস্টোর করার চেষ্টা করছে। পাশাপাশি আমার উকিলও বিষয়টি দেখছেন। যদি আমার প্রোফাইল থেকে কোনও মেসেজ যায় আপনাদের কাছে দয়া করে তার উত্তর দেবেন না। যতক্ষণ না আমি আবার আপনাদের ট্যুইট করে জানাচ্ছি।’
advertisement
আরও পড়ুন: বং ক্রাশ অনির্বাণ ও আফ্রিকার তারকা কিলির যুগলবন্দি! দেখলে অবাক হবেন আপনিও
প্রসঙ্গত, বছরের শুরুতেই তিনি ‘নটী বিনোদিনী’র চরিত্রে অভিনয় করেন।ছবির কাজ শুরুর আগে রীতিমতো অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী থেকে বিনোদিনী চরিত্রের জন্য প্রশিক্ষণ নেন রুক্মিণী। প্রশিক্ষণ শেষে এই চরিত্রে তিনি অভিনয় করেছেন তিনি। ইতিমধ্যেই অবশ্য ছবির কাজ শেষ হয়েছে। তার পর দেবের আসন্ন ছবি ‘দুর্গ রহস্য’-এর মহরতে প্রকাশ্যে এসেছে সত্যবতীর ভূমিকায় থাকবেন তিনি।
আরও পড়ুন: সৃজিতের পরিচালনায় আসছে নতুন ব্যোমকেশ! ব্যোমকেশের ভূমিকায় থাকছেন ‘এই’ অভিনেতা
শরদিন্দু পড়া নেই তাঁর, তা নিয়ে বহু কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। কিন্তু সেই সব ট্রোলকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে এই চরিত্রের জন্যও নিজেকে তৈরি করছেন। অভিনেতা দেবের বিপরীতে এই ছবিতে সত্যবতীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। এই খবর প্রকাশ্যে আসতে না আসতেই আবার গুঞ্জন শুরু হয় তাঁকে নাকি দ্রৌপদীর ভূমিকাতেও দেখতে যেতে পারে।
শোনা যাচ্ছে রামকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় হবে ‘মহাভারত’। সেখানেই দ্রৌপদী হিসেবে থাকবেন রুক্মিণী। তবে এখনও এটি গুজব। কানাঘুষোয় শোনা যাচ্ছে বর্তমানে রামকমল মুখোপাধ্যায়ের ‘আনন্দমঠ’ নিয়ে ব্যস্ত। তারপরেই সম্ভবত নতুন ছবি ‘মহাভারত’-এর কাজে হাত দেবেন। ততদিন পর্যন্ত এই ধোঁয়াশা থেকে যাবে।