TRENDING:

মাঝ রাস্তায় নাচ জুড়লেন দেশের মাটি-র মাম্পি ! বৃষ্টিতে শুধুই প্রেম ! ভাইরাল ভিডিও

Last Updated:

Rooqma Ray -এর নাচের ভিডিওটি তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  রুকমা রায়। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রুকমা। 'কিরণমালা' ধারাবাহিকেই প্রথম কাজ শুরু । নায়িকার চরিত্রে সকলের মন জয় করেছিলেন অভিনেত্রী। মিষ্টি রুকমা ওরফে কিরণমালার জাদুতে মেতেছিল বাচ্চা থেকে বুড়ো। তবে থেমে নেই রুকমার যাত্রা। এক সঙ্গে দুটো সিরিয়ালে কাজ করছেন রুকমা। 'খড়কুটো' ধারাবাহিকে তিনি 'তিন্নি'র চরিত্রে অভিনয় করছেন। আর দেশের মাটি ধারাবাহিকে তিনি 'মাম্পি'র চরিত্রে অভিনয় করছেন। দুটি চরিত্রই খুব জনপ্রিয়।
advertisement

গত কয়েকদিন ধরে কলকাতায় চলছে বৃষ্টি। তাই কাজে মন নেই রুকমার। লকডাউন শেষ করে সবে শুরু হয়েছে শ্যুটিং। এবার সেই শ্যুটিং ফ্লোরের বাইরে বেরিয়ে লোকজনের সামনেই নাচতে শুরু করলেন রুকমা। 'বাহারা বাহারা' গানে সালোয়ার পরে নাচছেন রুকমা। এই ভিডিও দেখা মাত্রই শুরু হয়েছে চর্চা। কার জন্য এমন গান গাইছেন রুকমা তা নিয়ে প্রশ্ন করেছেন অনেকেই। প্রসঙ্গত রুকমা নিজেও খুব ভালো গান গাইতে পারেন।

advertisement

তিনি যে পোশাক পরেছিলেন তা দেশের মাটি ধারাবাহিকের। দেশের মাটিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন রাহুল। 'রাজার চরিত্রে অভিনয় করছেন রাহুল। মাঝখানে জল্পনা চলছিল এবার নাকি রুকমা-রাহুলের প্রেম জমেছে। তবে সেটা শুধুই জল্পনা। তাঁরা কেবল মাত্র ভালো বন্ধু। অন্য কিছু নয়।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সিরিয়ালে আপাতত বিদেশ যাওয়া বন্ধ করে রাজার সঙ্গে দেশের মানুষের জন্য কাজ করতে চান মাম্পি। কিন্তু বাস্তব জীবনেও কি রাজার সঙ্গেই থাকতে চান মাম্পি? তা নিয়ে নানা প্রশ্ন চলছে নেট মাধ্যমে। আসলে সিরিয়ালে সফল জুটি হলেই মানুষ তাঁদের বাস্তবেও কল্পনা করেন এক সঙ্গে দেখার। এই তালিকা থেকে বাদ যাননি শাহরুখ-কাজল থেকে শুরু করে কোনও অভিনেতাই। আপাতত রুকমার এই মিষ্টি নাচের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিও দেখে সকলের দাবি রাজার জন্যই ভালোবাসার গানে নাচলেন মাম্পি ওরফে রুকমা। বহু মানুষ ইতিমধ্যেই দেখে ফেলেছেন এই ভিডিও।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
মাঝ রাস্তায় নাচ জুড়লেন দেশের মাটি-র মাম্পি ! বৃষ্টিতে শুধুই প্রেম ! ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল