গত কয়েকদিন ধরে কলকাতায় চলছে বৃষ্টি। তাই কাজে মন নেই রুকমার। লকডাউন শেষ করে সবে শুরু হয়েছে শ্যুটিং। এবার সেই শ্যুটিং ফ্লোরের বাইরে বেরিয়ে লোকজনের সামনেই নাচতে শুরু করলেন রুকমা। 'বাহারা বাহারা' গানে সালোয়ার পরে নাচছেন রুকমা। এই ভিডিও দেখা মাত্রই শুরু হয়েছে চর্চা। কার জন্য এমন গান গাইছেন রুকমা তা নিয়ে প্রশ্ন করেছেন অনেকেই। প্রসঙ্গত রুকমা নিজেও খুব ভালো গান গাইতে পারেন।
তিনি যে পোশাক পরেছিলেন তা দেশের মাটি ধারাবাহিকের। দেশের মাটিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন রাহুল। 'রাজার চরিত্রে অভিনয় করছেন রাহুল। মাঝখানে জল্পনা চলছিল এবার নাকি রুকমা-রাহুলের প্রেম জমেছে। তবে সেটা শুধুই জল্পনা। তাঁরা কেবল মাত্র ভালো বন্ধু। অন্য কিছু নয়।
সিরিয়ালে আপাতত বিদেশ যাওয়া বন্ধ করে রাজার সঙ্গে দেশের মানুষের জন্য কাজ করতে চান মাম্পি। কিন্তু বাস্তব জীবনেও কি রাজার সঙ্গেই থাকতে চান মাম্পি? তা নিয়ে নানা প্রশ্ন চলছে নেট মাধ্যমে। আসলে সিরিয়ালে সফল জুটি হলেই মানুষ তাঁদের বাস্তবেও কল্পনা করেন এক সঙ্গে দেখার। এই তালিকা থেকে বাদ যাননি শাহরুখ-কাজল থেকে শুরু করে কোনও অভিনেতাই। আপাতত রুকমার এই মিষ্টি নাচের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিও দেখে সকলের দাবি রাজার জন্যই ভালোবাসার গানে নাচলেন মাম্পি ওরফে রুকমা। বহু মানুষ ইতিমধ্যেই দেখে ফেলেছেন এই ভিডিও।