এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন পরিচালক নিজেও। টিজার অনেকটাই স্পষ্ট করে দেয় রাজনীতি, বিশেষ করে অতিবাম রাজনীতির সঙ্গে রাষ্ট্র ক্ষমতার সংঘাত এই বিষয়কে কেন্দ্র করেই ওয়েবসিরিজ রক্তপলাশ। টিজারে সংলাপ বিশেষ না থাকলেও, আবহ সঙ্গীত ও দৃশ্যগুলি দর্শকদের কৌতুহল বাড়াতে সক্ষম।
আরও পড়ুন- শাহরুখের মন্নত-এ বসেছে নতুন নেমপ্লেট! কত খরচ করেছেন কিং খান জানেন?
advertisement
জঙ্গলমহলের এক বিলাসবহুল রিসর্টে বেড়াতে আসে সাতজন মানুষ। অধিকাংশই উচ্চমধ্যবিত্ত। প্রথমে মনোরোম পরিশেবেশে আমোদ প্রমোদে মাতে। কিন্তু তার পরে চরমপন্থী ও আধাসামরিক বাহিনীর লড়াইয়ের মাঝে তাদের কী হয়। উঠে আসবে ক্লিক এর এই ওয়েব সিরিজে।
রক্তপলাশে কমলেশ্বর ছাড়াও অভিনয় করেছেন শিলাজিৎ মজুমদার, দেবদূত ঘোষ, অনন্যা সেনগুপ্ত, রোজা পারমিতা দে, উৎসব মুখোপাধ্যায়, শুভজিৎ, অসীম মুখোপাধ্যায়, মৌমিতা পণ্ডিত, দীপঙ্কর, কোয়েল মিত্র, সুব্রত দাশগুপ্ত, মৌসুমী দালাল, অময় দেব রায়। অভিনয় করেছে শিশু শিল্পী তামান্না। খুব শীঘ্রই মুক্তি পাবে এই ওয়েব সিরিজের ট্রেলার।
