Vijay-Rashmika: গোপনে বিয়ে সেরে ফেললেন বিজয়-রশ্মিকা? মহেশবাবুর সঙ্গে ছবি ভাইরাল হতেই নেটপাড়া তোলপাড়
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
এখন আবার আরেক খবর ঘুরপাক খাচ্ছে সমাজ মাধ্যমে। শোনা যাচ্ছে, গোপনে নাকি বিয়ে সেরে ফেলেছেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা। ছবিতে বিজয় ও রশ্মিকাকে বর-কনের বেশে দেখা যাচ্ছে। দুই পাশে দাঁড়িয়ে রয়েছেন মহেশবাবু ও তাঁর স্ত্রী নম্রতা শিরোডকর।
advertisement
1/5

বিনোদনজগতে খবর, ইতিমধ্যেই নাকি বাগদান সেরেছেন বিজয়-রশ্মিকা। যদিও এখনও সরাসরি নিজেদের বাগদান বা বিয়ে নিয়ে মুখ খোলেননি দুই তারকাই।
advertisement
2/5
এখন আবার আরেক খবর ঘুরপাক খাচ্ছে সমাজ মাধ্যমে। শোনা যাচ্ছে, গোপনে নাকি বিয়ে সেরে ফেলেছেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা। ছবিতে বিজয় ও রশ্মিকাকে বর-কনের বেশে দেখা যাচ্ছে। দুই পাশে দাঁড়িয়ে রয়েছেন মহেশবাবু ও তাঁর স্ত্রী নম্রতা শিরোডকর।
advertisement
3/5
ছবিতে বিজয় ও রশ্মিকাকে সাবেকি বর-কনের বেশে দেখা যাচ্ছে। গলায় তাঁদের বিয়ের মালা। আর তাঁদের দুই পাশে দাঁড়িয়ে রয়েছেন মহেশবাবু ও তাঁর স্ত্রী নম্রতা শিরোডকর। জানা যাচ্ছে, এই ছবির কোনও সত্যতা নেই। বিজয় ও রশ্মিকা-জুটির অনুরাগীরা এআইয়ের মাধ্যমে এই ছবি তৈরি করে সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।
advertisement
4/5
শোনা যাচ্ছিল ৩ অক্টোবর বিজয় দেবরেকোন্ডার বাড়িতে এই দম্পতির বাগদান সম্পন্ন হয়। এক ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও বন্ধুরা। জানা যাচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে তাঁদের বিয়ে হতে চলেছে। যেহেতু পুরো অনুষ্ঠান চুপিচুপি হয়েছে, তাই এখনও বাগদানের কোনও ছবি প্রকাশ করা হয়নি। এই কারণেই ভক্তরা দুই তারকার তরফে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
advertisement
5/5
বিজয় এবং রশ্মিকার ২০১৮ সালের সুপারহিট ছবি ‘গীতা গোবিন্দম’ একসঙ্গে কাজ করেন এবং পরের বছর ‘ডিয়ার কমরেড’ ছবিতে কাজ করার পর দুজনের সম্পর্কের চর্চা তীব্রতর হয়েছিল।