TRENDING:

Bangladesh Violence:জ্বলছে বাংলাদেশ...'মোরা সত্যের পরে মন আজি করিব সমর্পণ, জয় জয় সত্যের জয়', অবিচল সঙ্গীতশিল্পী অদিতি মহসিনের কণ্ঠ

Last Updated:

সংস্কৃতিতে এহেন হামলায় গর্জে উঠেছেন এপার বাংলা, ওপার বাংলার অসংখ্য শিল্পী! রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি মহসিনের অবিচল কণ্ঠ...''মোরা সত্যের পরে মন আজি করিব সমর্পণ, জয় জয় সত্যের জয়''!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাংলাদেশ: ফের একবার…জ্বলছে, পুড়ছে, ছাড়খার হচ্ছে বালংদেশ! ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর পর ফের উত্তাল বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরেই বাংলাদেশের নানা জায়গা বিক্ষোভে ফেটে পড়ে। বিক্ষোভকারীদের কড়াল থাবা থেকে রেহাই পায়নি সে দেশের প্রখ্যাত সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১টা নাগাদ ধানমন্ডি এলাকায় ভাঙচুর চলে প্রয়াত সঙ্গীতশিল্পী সনজীদা খাতুনের প্রিয় ‘ছায়ানট’ সাংস্কৃতিক শিক্ষাপ্রতিষ্ঠানে, প্রতিষ্ঠানে আগুনও ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।
Image Courtesy: Adity Mohsin facebook account
Image Courtesy: Adity Mohsin facebook account
advertisement

সংস্কৃতিতে এহেন হামলায় গর্জে উঠেছেন এপার বাংলা, ওপার বাংলার অসংখ্য শিল্পী! রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি মহসিনের অবিচল কণ্ঠ…”মোরা সত্যের পরে মন আজি করিব সমর্পণ, জয় জয় সত্যের জয়”! ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন, যেখানে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীরা আছড়ে ভাঙছে হারমোনিয়াম, পড়ে রয়েছে ভাঙা তবলা-বায়া, অন্যান্য বাদ্যযন্ত্র! ছায়ানটের প্রতিষ্ঠাতা প্রয়াত সনজীদা খাতুনের ছবি ছিঁড়ে দিয়েছে বিক্ষোভকারীরা। ছেঁড়া হয়েছে লালনের ছবিও। ভাঙচুর চালানো হয়েছে একাধিক সংবাদপত্রের দফতরে।

advertisement

ওপার-বাংলার এহেন ধ্বংসযজ্ঞে সরব এপার-বাংলার বিশিষ্টরা! অভিনেতা চন্দন সেন বলেন, ”সংস্কৃতি জগৎ মানুষকে শেখায় কোনটা ঠিক কোনটা ভুল… আর সেই কারণেই এই জগতের উপর সবার আগে আক্রমণ হানা হয়। যখন বাংলাদেশে ব্লগার অভিজিৎ-কে খুন করা হয়েছিল, তখনই যদি শেখ হাসিনা কড়া ভূমিকা নিতেন, তবে এদিন দেখতে হত না!”

advertisement

সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কথায়, ”বাংলাদেশের ঘটনা অত্যন্ত কষ্টদায়ক। আমার অনেক আত্মীয়, বন্ধু, পরিজন ওখানে রয়েছেন। তাঁদের জন্য চিন্তা হচ্ছে। ইউনুস প্রশাসনের আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে, একটা অরাজক পরিস্থিতি চলছে! এই পরিস্থিতি মানা যায় না। অবিলম্বে প্রত্যেকের শুভ বুদ্ধির উদয় হোক। অবিলম্বে যেন শান্তি নেমে আসে।”

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

সঙ্গীতশিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ভাষায়, ”খুবই বেদনাদায়ক পরিস্থিতি বাংলাদেশে! বুকে বাঁধছে। বাদ্যযন্ত্র ভেঙে ফেলা হচ্ছে… পরিস্থিতি ঠিক কী হবে, কোনদিকে এগোবে, এটা বলার জন্য আমি যোগ্য লোক নই। খারাপলাগাটুকু ভীষণভাবে রয়েছে। আমার অনেক বন্ধুবান্ধব রয়েছেন বাংলাদেশে। তাঁদের খোঁজ নিয়েছি, কথা হয়েছে, তাঁদের জন্য সবসময় দুশ্চিন্তা রয়ে যাচ্ছে। বাংলাদেশের সঙ্গে কলকাতার খুব বড় একটা যোগাযোগ আছে, অন্তত সাংস্কৃতিক দিক থেকে তো বটেই, ফলে সেখানে যদি বাদ্যযন্ত্র ভাঙা হয়, তার আওয়াজ কিন্তু আমার কলকাতাতে এসেও পৌঁছায়।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh Violence:জ্বলছে বাংলাদেশ...'মোরা সত্যের পরে মন আজি করিব সমর্পণ, জয় জয় সত্যের জয়', অবিচল সঙ্গীতশিল্পী অদিতি মহসিনের কণ্ঠ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল