সম্প্রতি নিজের শরীর খারাপের কথা প্রকাশ্যে আনার পর থেকেই ভক্তরা প্রচণ্ড চিন্তায় রয়েছেন৷ সকলেই তাঁর আরোগ্য কামনা করেছেন৷ এই কারণের জন্যই সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিচ্ছেন অভিনেতা৷ বরুণ জানিয়েছেন, এবার আর সোশ্যাল মিডিয়ায় তাকে বেশ কিছুদিনের জন্য দেখা যাবে না৷ এবং ভক্তদের কোনও বার্তারও প্রতিক্রিয়া জানাতে পারবেন না৷
advertisement
ঠিক কী হয়েছে অভিনেতার? বরুণ নিজে জানিয়েছেন, হ্যালো আমার মস্তিষ্কে আঘাত লেগেছে৷ আমি কোনও ফোন বা মেসেজের উত্তর দিতে পারছি না৷ আমাকে সোশ্যাল মিডিয়া থেকে সময় কমাতে বলা হয়েছে৷ তবে ডাক্তারের পরামর্শ মেনে শীঘ্রই ফিরে আসব এটা বলতে পারি৷ আসলে অভিনেতার মাথার আঘাত বেশ গুরুতর৷
মস্তিষ্কে এমন সমস্যা হচ্ছে যার কারণে কোনও কিছুই ফোকাস করতে পারছেন না তিনি৷ এই কারণের জন্যই তিনি বিরতি নিয়েছেন৷ তবে ঠিক কীভাবে তিনি মাথায় এই চোট পেলেন, তা জানাননি বরুণ সুদ৷ বরুণ যেন তাড়াতাড়ি ফিরে আসে কাজে সেটাই চাইছেন সকলে৷ ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে ‘রোডিজ’, ‘স্প্লিটসভিলা’-র মতো রিয়্যালিটি শো-তে দেখা গিয়েছে৷ এবং চলতি বছর ওয়েব সিরিজ ‘কর্মা কলিং’-এ অভিনয় করেছেন বরুণ সুদ৷