তবে এবার ঋত্বিককে শুধু সিনেমায় নয় দেখা যাবে ওয়েব সিরিজেও। এতদিন ওয়েব সিরিজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলান অভিনেতা। তবে আর নয়। পরিচালক সাহানা দত্ত প্রযোজিত 'গোরা'র শ্যুটিং শুরু করেছেন তিনি। এরপরেই অক্টোবরে শুরু করবেন রোহন ঘোষের সিরিজে কাজ। 'গোরা'তে গোয়েন্দার চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক। আর রোহন ঘোষের পরিচালনায় তিনি অভিনয় করবেন একজন ব্রিটিশ জেলারের ভূমিকায়। প্রাক স্বাধীনতার গল্প বলবেন। এতদিন ভালো গল্প পাচ্ছিলেন না বলেই কাজ করছিলেন না তিনি। কিন্তু এবারের দু'টো গল্পই তাঁর খুব ভালো লাগে। এবং চরিত্র গুলো নিয়ে ঋত্বিক (Ritwick Chakraborty)বেশ উত্তেজিতও।
advertisement
তবে এটুকুই নয় আরও চমক রয়েছে। কিছুদিন আগেই 'রানি রাসমণি'র কাজ শেষ করেছেন দিতিপ্রিয়া রায়(Ditipriya Roy) । সিরিয়ালের শ্যুটিং শেষ হতেই একের পর এক কাজ হাতে আসতে শুরু করেছে দিতিপ্রিয়ার। ছোট্ট বেলা থেকেই দিতিপ্রিয়া অভিনয় করেন। রানি রাসমণিতে অভিনয় করে দিতিপ্রিয়া তাঁর জাত চিনিয়েছেন আরও একবার। এবার রোহন ঘোষ পরিচালিত ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকেও। অসমবয়সী দম্পতিকে দেখাবেন রোহন ঘোষ। আর সেখানেই ঋত্বিকের বিপরীতে অভিনয় করবেন দিতিপ্রিয়া। এই চরিত্রের জন্য এবং ঋত্বিকের(Ritwick Chakraborty) সঙ্গে স্ক্রিন শেয়ার করার আনন্দে রয়েছেন দিতিপ্রিয়াও। এই সিরিজেই অভিনয় করবেন অর্জুন চক্রবর্তীও।
মেদিনীপুরের পটভূমিকায় তৈরি গল্প। জি ফাইভে এই সিরিজ দেখা যাবে। তবে ঋত্বিক ও দিতিপ্রিয়াকে একসঙ্গে এই প্রথম কাজ করতে দেখা যাবে। দুজনেই ভালো অভিনেতা। এবার নতুন কথা বলবে ওয়েব সিরিজ (Web series) । তাছাড়া করোনাকালে সিনেমা হল বন্ধ , মানুষের বাইরে না বেরোনো এসব কিছুর মধ্যে সব থেকে বেশি জায়গা করেছে ওয়েব সিরিজ। শুধু বলিউড বা হলিউডে নয়, বাংলাতেও হচ্ছে দারুণ দারুণ কাজ।