ঋত্বিক সম্প্রতি তাঁর ফেসবুকে একটি ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে, তিনি নিজের ঘরে বসে রয়েছেন। নেপথ্যে সারি দিয়ে সাজানো গাছ। এই ছবি পোস্ট করে ঋত্বিক চক্রবর্তী লিখলেন, 'এই ভাল সাদা কালো'। এই ছবির মধ্যে দিয়েই ঋত্বিকের সহজ সরল জীবনের একটা আভাস পাওয়া যায়। আর নজর করে সাদা-মাটা ছবিটিতে তাঁর একগাল অনাবিল হাসিটুকু। তবে এই ছবিই যে ঋত্বিককে বিপাকে ফেলবে তা একেবারেই আঁচ করতে পারেননি অভিনেতা।
advertisement
দেখা গেল অভিনেতার এমনই সাধারণ ছবি মোটেই পছন্দ করেননি এক মহিলা নেটিজেন। আপত্তির কথা জানিয়ে ফেসবুকের কমেন্ট বক্সে লিখলেন, “আপনার গ্রুমিং দরকার!” তিনি আরও লেখেন, “আপনার অভিনয় খুবই ভাল লাগে। কিন্তু আপনার একটা সমস্যা আপনি নিজের গ্রুমিংয়ের প্রতি একটু খেয়াল রাখুন। হয়তো আপনার মনে হয় যে গ্রুমিংয়ের দরকার নেই। সেটা ভুল। গ্রুমিংয়েরও দরকার আছে বস!”
ঋত্বিক কিন্তু নেটিজেনের এরকম মন্তব্য একেবারেই এড়িয়ে যাননি। উলটে তিনি উত্তরে লিখলেন, ‘গ্রুমিং মানে কি আমার অভিনয়, অভিজ্ঞতা, উচ্চারণ, মানুষকে দেখা, শেখা, বোঝা, জানা এগুলো নিয়ে বলছেন নাকি ত্বক, চুল, পেশি নিয়ে বলছেন? সেটা তো বলুন একটু শিখেনি এই সুযোগে। মানে নিজের গ্রুমিং বলতে ঠিক কী?’
ঋত্বিকের এই জবাবের পর একেবারেই চুপ হয়ে গিয়েছেন ওই নেটিজেন। তবে ঋত্বিক-অনুরাগীদের অনেকে এই জবাবে বেশ আপ্লুত। ঋত্বিককে সমর্থন জানিয়ে লেখা হয়েছে, “আপনি যেমন আছেন তেমনিই থাকুন!” উল্টে উত্তর দেওয়া হয়েছে ওই নেটিজেনকেও। এতো কিছুর পরে অবশ্য ওই নেটিজেনকে আর কোনও মন্তব্য করতে দেখা যায়নি। অর্থাৎ 'গ্রুমিং' এর সেই রহস্য শেষ পর্যন্ত অধরাই থেকে গিয়েছে অভিনেতার কাছে। তাতে অবশ্য ঋত্বিক বা তাঁর অনুরাগীদের তেমন কিছু এসে যায় না।