TRENDING:

Ritwick Chakraborty : 'আপনার গ্রুমিং দরকার!' সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার ঋত্বিক চক্রবর্তী

Last Updated:

Ritwick Chakraborty : নায়কসুলভ 'ট্যান্ট্রম' একেবারেই নেই এই টলি অভিনেতার। আর তাতেই বোধহয় তাঁর অনুরাগীর সংখ্যাও লাফিয়ে বাড়ছে, বাড়তেই থাকছে সামাজিক মাধ্যমে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

ঋত্বিক সম্প্রতি তাঁর ফেসবুকে একটি ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে, তিনি নিজের ঘরে বসে রয়েছেন। নেপথ্যে সারি দিয়ে সাজানো গাছ। এই ছবি পোস্ট করে ঋত্বিক চক্রবর্তী লিখলেন, 'এই ভাল সাদা কালো'। এই ছবির মধ্যে দিয়েই ঋত্বিকের সহজ সরল জীবনের একটা আভাস পাওয়া যায়। আর নজর করে সাদা-মাটা ছবিটিতে তাঁর একগাল অনাবিল হাসিটুকু। তবে এই ছবিই যে ঋত্বিককে বিপাকে ফেলবে তা একেবারেই আঁচ করতে পারেননি অভিনেতা।

advertisement

দেখা গেল অভিনেতার এমনই সাধারণ ছবি মোটেই পছন্দ করেননি এক মহিলা নেটিজেন। আপত্তির কথা জানিয়ে ফেসবুকের কমেন্ট বক্সে লিখলেন, “আপনার গ্রুমিং দরকার!” তিনি আরও লেখেন, “আপনার অভিনয় খুবই ভাল লাগে। কিন্তু আপনার একটা সমস্যা আপনি নিজের গ্রুমিংয়ের প্রতি একটু খেয়াল রাখুন। হয়তো আপনার মনে হয় যে গ্রুমিংয়ের দরকার নেই। সেটা ভুল। গ্রুমিংয়েরও দরকার আছে বস!”

advertisement

ঋত্বিক কিন্তু নেটিজেনের এরকম মন্তব্য একেবারেই এড়িয়ে যাননি। উলটে তিনি উত্তরে লিখলেন, ‘গ্রুমিং মানে কি আমার অভিনয়, অভিজ্ঞতা, উচ্চারণ, মানুষকে দেখা, শেখা, বোঝা, জানা এগুলো নিয়ে বলছেন নাকি ত্বক, চুল, পেশি নিয়ে বলছেন? সেটা তো বলুন একটু শিখেনি এই সুযোগে। মানে নিজের গ্রুমিং বলতে ঠিক কী?’

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

ঋত্বিকের এই জবাবের পর একেবারেই চুপ হয়ে গিয়েছেন ওই নেটিজেন। তবে ঋত্বিক-অনুরাগীদের অনেকে এই জবাবে বেশ আপ্লুত। ঋত্বিককে সমর্থন জানিয়ে লেখা হয়েছে, “আপনি যেমন আছেন তেমনিই থাকুন!” উল্টে উত্তর দেওয়া হয়েছে ওই নেটিজেনকেও। এতো কিছুর পরে অবশ্য ওই নেটিজেনকে আর কোনও মন্তব্য করতে দেখা যায়নি। অর্থাৎ 'গ্রুমিং' এর সেই রহস্য শেষ পর্যন্ত অধরাই থেকে গিয়েছে অভিনেতার কাছে। তাতে অবশ্য ঋত্বিক বা তাঁর অনুরাগীদের তেমন কিছু এসে যায় না।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ritwick Chakraborty : 'আপনার গ্রুমিং দরকার!' সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার ঋত্বিক চক্রবর্তী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল