TRENDING:

Rituparno Ghosh Birthday: বচ্চন পরিবারের সঙ্গে ঋতুপর্ণ ঘোষের ছিল হৃদয়স্পর্শী সম্পর্ক! রইল যোগসূত্র...

Last Updated:

Rituparno Ghosh Birthday : এমন ভাবনা থেকেই কি 'ভালোবাসার সাহসের' প্রশ্ন তুলেছিলেন ঋতু! জানা নেই ! অজানাই থাকবে চিরকাল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: 'কদর তো সবাই করে, ভালোবাসার সাহস কতজনের আছে বলো?" ঋতুপর্ণ ঘোষের এই কথা বা সংলাপ যেন তাঁর জীবনের সঙ্গে জড়িত। বাকিদের থেকে আলাদা। মননশীল একজন মানুষ। হ্যাঁ নারী বা পুরুষের উর্দ্ধে উঠে, তিনি একজন মানুষ। লিঙ্গ-পরিচয় ছুড়ে ফেলে কিভাবে সমাজের সঙ্গে লড়তে হয়, তা ঋতু রন্ধ্রে রন্ধ্রে বুঝেছিলেন। গোটা জীবন ভালোবাসার কাঙাল থেকে গেলেন ঋতু। কেউ কথা রাখেনির মতো, তাঁকে বোধহয় কেউ ভালো বাসেনি! এমন ভাবনা থেকেই কি 'ভালোবাসার সাহসের' প্রশ্ন তুলেছিলেন ঋতু! জানা নেই ! অজানাই থাকবে চিরকাল।
advertisement

আজ তাঁর ৫৯তম জন্মবার্ষিকী। তিনিই একমাত্র পরিচালক যিনি বচ্চন পরিবারের সঙ্গে পৃথকভাবে কাজ করেছিলেন।

ঋতুপর্ণ তাঁর প্রথম ইংরেজি ভাষার ছবি 'দ্য লাস্ট লিয়ার'-এ মেগাস্টার অমিতাভ বচ্চনকে পরিচালনা করেছিলেন। আর ঠিক সেই সময়েই তাঁর স্ত্রী জয়া বচ্চন প্রয়াত চলচ্চিত্র নির্মাতার সঙ্গে 'সানগ্লাস' ছবিতে কাজ করছিলেন।

আরও পড়ুন: আমির খান 'লাল সিং চাড্ডা'র জন্য পারিশ্রমিক নেবেন না! বদলে ক্ষতিপূরণ দেবেন ১০০ কোটি টাকা

advertisement

প্রসঙ্গত, ঐশ্বর্য রাই বচ্চন ঘোষের ঐশ্বর্যপূর্ণ সিনেমা 'চোখের বালি' এবং তারপর অজয় ​​দেবগনের সঙ্গে 'রেইনকোট'-এ অভিনয়ের পরে প্রশংসা অর্জন করেছিলেন। মজার বিষয় হল, তাঁর স্বামী অভিষেক প্রয়াত চলচ্চিত্র নির্মাতার ২০০৫-এর চলচ্চিত্র 'অন্তরমহল' দিয়ে বাংলা চলচ্চিত্রে প্রথম অভিনয় করেছিলেন। সঙ্গে সোহা আলী খানও ছিলেন।

ঋতুপর্ণের মর্মান্তিক মৃত্যুর পরে অভিষেক জানিয়েছিলেন যে অন্তরমহলে তাঁর সঙ্গে কাজ করার সম্মান তাঁর ছিল। তিনি সত্যিই চলচ্চিত্র এবং জীবনের জন্য তাঁর উচ্ছ্বাস এবং উৎসাহকে মিস করবেন।

advertisement

আরও পড়ুন: শ্রেয়ার সুরে গণেশ বন্দনা যেন ম্যাজিকের মতো! বুদাপেস্টে বেজে উঠল 'জয়দেব জয়দেব'

অন্যান্য সমস্ত সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও, ২০০৬-এর 'সানগ্লাস' কোনও প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। কিন্তু পরবর্তীতে ২০১৩-এ ঋতুপর্ণের মৃত্যুর পর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। এটি একটি দ্বিভাষিক কমেডি থ্রিলার ছিল।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Rituparno Ghosh Birthday: বচ্চন পরিবারের সঙ্গে ঋতুপর্ণ ঘোষের ছিল হৃদয়স্পর্শী সম্পর্ক! রইল যোগসূত্র...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল