অক্ষয় কুমারের সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় রীতেশকে দেখা গিয়েছে। যেমন হাউজফুল (Housefull), হে বেবি (Hey Baby)।
ফিলহাল ২-এর (Filhaal 2) মহব্বত (Mohabbat) গানটি গত সপ্তাহতে মুক্তি পেয়েছে। অক্ষয় কুমারকে এই গানে রোমান্সের পাশাপাশি আবেগাপ্লুত হতেও দেখা গিয়েছে। নূপুর শ্যানন (Nupur Sanon) অক্ষয় কুমারের বিপরীতে ফিলহাল ২ মিউজিক ভিডিও দিয়ে নিজের আত্মপ্রকাশ করেছেন। অক্ষয় নিজেও ফিলহাল ২-এর প্রচারের জন্য Instagram Reels ভিডিও শেয়ার করেছেন এবং সকলের জন্য ফিলহাল ২ চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।
খিলাড়ি কুমার Twitter-এ একটি মিমও শেয়ার করেছিলেন। তাতে লিখেছিলেন,“#Filhaal2Mohabbat গানটিকে ভালোবাসার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। এই গান আপনাদের অনেককে যেমন আবেগে ভাসিয়েছে আবার অনেককে আনন্দও দিয়েছে। তাই কিছু মিম পোস্ট করলাম। যাতে আপনাদের আনন্দ দেওয়া যায়”।
রোহিত শেট্টি (Rohit Shetty) পরিচালিত অক্ষয় কুমার অভিনীত সূর্যবংশী (Sooryavanshi) এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। অন্য দিকে, রীতেশ দেশমুখকে দেখা যাবে কাকুড়া (Kakuda) ছবিতে। যেখানে রীতেশের সঙ্গে অভিনয় করবেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) ও সাকিব সালিম (Saqib Saleem)।