TRENDING:

Rishi Kapoor Last Movie: ৩১ মার্চ 'শর্মাজি নমকিন' হয়ে পর্দায় 'ফিরছেন' প্রয়াত ঋষি কাপুর, শেষবার!

Last Updated:

ঋষি কাপুরের শেষ ছবি 'শর্মাজি নমকিন' (Sharmaji Namkeen) মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে (Rishi Kapoor Last Movie)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: শেষবার ঋষি কাপুেরর নতুন (Rishi Kapoor Last Movie) ছবি মুক্তির অপেক্ষায়। পর্দায় দেখা যাবে প্রয়াত ঋষি কাপুরকে শেষবারের মতো (Rishi Kapoor Last Movie)। অ্যামাজন প্রাইম ভিডিওর তরফে বুধবারই এই খবর ঘোষণা করা হয়েছে। ঋষি কাপুরের শেষ ছবি 'শর্মাজি নমকিন' (Sharmaji Namkeen) মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে (Rishi Kapoor Last Movie)। আর এই প্ল্যাটফর্মের মাধ্যমেই মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবেন ঋষি কাপুর। ছবিটি পরিচালনা করেছেন হিতেশ ভাটিয়া। প্রযোজক রীতেশ সিদওয়ানি ও ফারহান আখতার।
সশরীরে না হলেও তিনি আছেন
সশরীরে না হলেও তিনি আছেন
advertisement

এই ছবিতে ঋষি কাপুর ছাড়াও দেখা যাবে জুহি চাওলা, পরেশ রাওয়াল, সুহেল নায়ার, তারুক রায়না, সতীশ কৌশিক, শিবা চাড্ডা ও ঈশা তলওয়ারকে। শর্মাজি নমকিন-ই (Sharmaji Namkeen) প্রথম হিন্দি ছবি, যেখানে একটি চরিত্রে অভিনয় করেছেন দুই অভিনেতা। ঋষি কাপুর ও পরেশ রাওয়াল। ছবিটির শ্যুটিং শেষ হওয়ার আগেই ঋষি কাপুরের প্রয়াণ হয়, ফলে তাঁর জায়গায় ছবিটি শেষ করার জন্য ওই চরিত্রেই পরেশ রাওয়ালকে কাস্ট করা হয়।

advertisement

আরও পড়ুন: কুসুমে রক্তের দাগ খেয়াল করেছেন কখনও? এমন ডিম খেলে কী হয় জানেন?

আবিষ্কার ও নিজস্ব অনুভূতি নিয়ে একটি পারিবারিক ছবি 'শর্মাজি নমকিন'। এক অবসরপ্রাপ্ত ব্যক্তি মহিলাদের কিটি পার্টির মাধ্যমে নিজের রান্নার প্রতি অগাধ প্রেমের অনুভূতি আবিষ্কার করতে পারেন। ছবিটি আগামী ৩১ মার্চ ২৪০টি দেশে অ্যামাজন প্রাইমে ভিডিওতে প্রিমিয়ার হবে। দুবছর ধরে টানা লিউকোমিয়ার সঙ্গে লড়াইয়ের পর ২০২০ সালের এপ্রিল মাসে ৬৭ বছর বয়সে প্রয়াত হন কিংবদন্তী অভিনেতা ঋষি কাপুর৷ 'শর্মাজি নমকিন' তাঁর শেষ কাজ৷

advertisement

আরও পড়ুন: আসছে তনু ওয়েডস মনু ৩, কঙ্গনা রানাওয়াতের বিপরীতে কোন নায়ক জানেন?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ঋষি কাপুরের মৃত্যুর পর তাঁর চরিত্রের বাকি অংশটুকুতে অভিনয়ের জন্য বেছে নেওয়া হয়েছিল অভিনেতা পরেশ রাওয়ালকে৷ অর্থাৎ ছবিতে একই চরিত্রে অভিনয় করেছেন দুই অভিনেতা৷ প্রাইম ভিডিওর তরফে কন্টেন্ট লাইসেন্সিং বিভাগের প্রধান মনীশ মেনহানি বলেছেন, 'এটি সত্যিই একটি বিশেষ ছবি এবং প্রয়াত ঋষি কাপুরের অভিনয় দক্ষতার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা নিবেদন৷ একইসঙ্গে ছবিটি পরেশ রাওয়ালের অপরিমেয় প্রতিভার প্রমাণ৷ দুই অভিনেতাই তাঁদের কিংবদন্তি অভিনয়ের মাধ্যমে এই প্রজন্মের দর্শকদের বিনোদন দিয়েছেন৷'

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Rishi Kapoor Last Movie: ৩১ মার্চ 'শর্মাজি নমকিন' হয়ে পর্দায় 'ফিরছেন' প্রয়াত ঋষি কাপুর, শেষবার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল