এই ছবিতে ঋষি কাপুর ছাড়াও দেখা যাবে জুহি চাওলা, পরেশ রাওয়াল, সুহেল নায়ার, তারুক রায়না, সতীশ কৌশিক, শিবা চাড্ডা ও ঈশা তলওয়ারকে। শর্মাজি নমকিন-ই (Sharmaji Namkeen) প্রথম হিন্দি ছবি, যেখানে একটি চরিত্রে অভিনয় করেছেন দুই অভিনেতা। ঋষি কাপুর ও পরেশ রাওয়াল। ছবিটির শ্যুটিং শেষ হওয়ার আগেই ঋষি কাপুরের প্রয়াণ হয়, ফলে তাঁর জায়গায় ছবিটি শেষ করার জন্য ওই চরিত্রেই পরেশ রাওয়ালকে কাস্ট করা হয়।
advertisement
আরও পড়ুন: কুসুমে রক্তের দাগ খেয়াল করেছেন কখনও? এমন ডিম খেলে কী হয় জানেন?
আবিষ্কার ও নিজস্ব অনুভূতি নিয়ে একটি পারিবারিক ছবি 'শর্মাজি নমকিন'। এক অবসরপ্রাপ্ত ব্যক্তি মহিলাদের কিটি পার্টির মাধ্যমে নিজের রান্নার প্রতি অগাধ প্রেমের অনুভূতি আবিষ্কার করতে পারেন। ছবিটি আগামী ৩১ মার্চ ২৪০টি দেশে অ্যামাজন প্রাইমে ভিডিওতে প্রিমিয়ার হবে। দুবছর ধরে টানা লিউকোমিয়ার সঙ্গে লড়াইয়ের পর ২০২০ সালের এপ্রিল মাসে ৬৭ বছর বয়সে প্রয়াত হন কিংবদন্তী অভিনেতা ঋষি কাপুর৷ 'শর্মাজি নমকিন' তাঁর শেষ কাজ৷
আরও পড়ুন: আসছে তনু ওয়েডস মনু ৩, কঙ্গনা রানাওয়াতের বিপরীতে কোন নায়ক জানেন?
ঋষি কাপুরের মৃত্যুর পর তাঁর চরিত্রের বাকি অংশটুকুতে অভিনয়ের জন্য বেছে নেওয়া হয়েছিল অভিনেতা পরেশ রাওয়ালকে৷ অর্থাৎ ছবিতে একই চরিত্রে অভিনয় করেছেন দুই অভিনেতা৷ প্রাইম ভিডিওর তরফে কন্টেন্ট লাইসেন্সিং বিভাগের প্রধান মনীশ মেনহানি বলেছেন, 'এটি সত্যিই একটি বিশেষ ছবি এবং প্রয়াত ঋষি কাপুরের অভিনয় দক্ষতার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা নিবেদন৷ একইসঙ্গে ছবিটি পরেশ রাওয়ালের অপরিমেয় প্রতিভার প্রমাণ৷ দুই অভিনেতাই তাঁদের কিংবদন্তি অভিনয়ের মাধ্যমে এই প্রজন্মের দর্শকদের বিনোদন দিয়েছেন৷'