Kangana Ranaut: আসছে তনু ওয়েডস মনু ৩, কঙ্গনা রানাওয়াতের বিপরীতে কোন নায়ক জানেন?

Last Updated:

ছবিতে নায়িকা হিসেবে ফের দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে (Kangana Ranaut)।

 Kangana Ranaut
Kangana Ranaut
#মুম্বই: বলিউডের রোম্যান্টিক কমেডি ছবিগুলির মধ্যে অত্যন্ত জনপ্রিয় 'তনু ওয়েডস মনু' ফ্র্যাঞ্চাইজি। ২০১০ সালের 'তনু ওয়েডস মনু' ও ২০১৫-তে 'তন্নু ওয়েডস মনু রিটার্নস' দুটি ছবিতেই মুখ্য ভূমিকায় দর্শকদের মন জয় করেছিলেন আর মাধবন ও কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। এবার সেই ফ্র্যাঞ্চাইজিরই তৃতীয় ছবি 'তনু ওয়েডস মনু ৩' (Tanu Weds Manu 3) আসতে চলেছে। ছবিতে নায়িকা হিসেবে ফের দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে (Kangana Ranaut)। তবে এবার আর মাধবনকে দেখা যাবে না বলেই খবর।
আরও পড়ুন: কুসুমে রক্তের দাগ খেয়াল করেছেন কখনও? এমন ডিম খেলে কী হয় জানেন?
চলচ্চিত্রপ্রেমীদের এবার প্রশ্ন, তাহলে কঙ্গনার (Kangana Ranaut) বিপরীতে কোন নায়ককে দেখা যাবে? বলিউড সূত্রে জোর খবর, আর মাধবনের পরিবর্তে এবার কঙ্গনার নায়ক হবেন জিশান আয়ুব (Mohammed Zeeshan Ayyub)। জিশান তনু ওয়েডস মনু রিটার্নস ছবিতে আইনজীবী অরুণ ওরফে চিন্টু কুমার সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। একটি বিনোদন সংবাদ সংস্থার দাবি, ছবির লেখক হিমাংশু শর্মা কঙ্গনা ও জিশানের কথা মাথায় রেখেই পরের গল্পটি লিখেছেন।
advertisement
আরও পড়ুন: বাঁ-পাশ ফিরে ঘুমনোর অভ্যেস? শরীরে কী হচ্ছে এর ফল?
গত দুটি ছবির মতো নতুন ছবিটিরও পরিচালনার দায়িত্ব সামলাবেন আনন্দ এল রাই। তবে তৃতীয় গল্পে এবার বড়সড় পরিবর্তন থাকবে। অভিনেতা আরও জানাচ্ছেন যে, ছবিতে তাঁর ও কঙ্গনার চরিত্র নিয়ে থাকছে দারুণ ট্যুইস্ট। তবে কেমন চমক থাকবে সেই প্রসঙ্গ এখনই খোলসা করতে চাইছেন না আয়ুব। রহস্যময় হাসি হেসে তিনি বলছেন, সবকিছুই ক্রমশ প্রকাশ্য। ফলে তনু ও মনুর প্রেমের তৃতীয় গল্প নিয়ে আরও উৎসাহ বেড়েছে দর্শকের।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kangana Ranaut: আসছে তনু ওয়েডস মনু ৩, কঙ্গনা রানাওয়াতের বিপরীতে কোন নায়ক জানেন?
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement