TRENDING:

ঋষি কাপুরকে বাবা হিসেবে পছন্দ নয় রণবীরের

Last Updated:

না কোনও গুঞ্জন নয়, একথা নিজেই জানালেন ঋষি কাপুর ৷ রণবীর নাকি একসময় স্পষ্ট ঋষিকে জানিয়ে ছিলেন, তোমার মতো বাবা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মু্ম্বই: না কোনও গুঞ্জন নয়, একথা নিজেই জানালেন ঋষি কাপুর ৷ রণবীর নাকি একসময় স্পষ্ট ঋষিকে জানিয়ে ছিলেন, তোমার মতো বাবা আমার পছন্দ নয় !
advertisement

বলিউডে এখন নতুন ট্রেন্ড, বায়োগ্রাফির ৷ করণ জোহর থেকে শুরু করে ঋষি কাপুর সবাই এখন নিজেদের বায়োগ্রাফি নিয়েই ব্যস্ত ৷ আর প্রত্যেকদিনই বায়োগ্রাফির কোনও না কোনও কিছু নিয়ে খবরের দুনিয়ায় হইচই ৷

ঋষি কাপুর তাঁর বায়োগ্রাফি খুল্লাম খুল্লাতে স্পষ্টই জানিয়েছেন রাজ কাপুরের বহু মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা ৷ তবে কথায় কথায় তিনি তুলে নিয়ে এসেছেন, রণবীরের সঙ্গে তাঁর তিক্ত সম্পর্ক ৷

advertisement

বায়োগ্রাফিতে ঋষি লিখলেন, ‘আমার আর রণবীরের মধ্যে প্রচুর দুরত্ব ৷ কখনই মন খুলে রণবীরের সঙ্গে কথা বলিনি ৷ ওর লাইফে কী চলছে, সেটাও কখনও জিজ্ঞেস করিনি ৷ তাই আমাকে কখনই রণবীর বাবা হিসেবে পছন্দ করে না ৷ রণবীর নীতুর খুব ঘনিষ্ঠ ৷ আমার থেকে রণবীর খুবই দূরে !’

বাংলা খবর/ খবর/বিনোদন/
ঋষি কাপুরকে বাবা হিসেবে পছন্দ নয় রণবীরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল