পাশাপাশি ভবিষ্যতে অভিনয় জগতেও নিজেকে তুলে ধরার স্বপ্ন রয়েছে তাঁর। অদম্য চেষ্টা, প্রতিভা আর নিরলস পরিশ্রমে তিনি এগিয়ে চলেছেন নিজের স্বপ্নের পথে। সম্প্রতি মুম্বই থেকে রঘুনাথপুরের চেলিমায়ায় নিজের বাড়িতে ফিরতেই পরিবার থেকে শুরু করে এলাকাবাসী—সবাই তাঁকে ভালবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।
advertisement
নিজের পথচলার কথা বলতে গিয়ে রিক জানান, “ধন্যবাদ জানাই আমার মা–বাবাকে। তাঁদের আশীর্বাদ আর সমর্থন ছাড়া আমি এখানে পৌঁছতে পারতাম না।” তিনি আরও বলেন, “২০১৯ সাল থেকে আমার এই পথচলা। ছোটবেলা থেকেই সাজতে ভালবাসতাম। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে ভাবলাম—যদি এই সাজটাকে মঞ্চে তুলে ধরতে পারি, মানুষ আমাকে কেমনভাবে গ্রহণ করবে? সেই ভাবনা থেকেই শুরু পথ চলা।”
রিকের মা ইলা হাজরা ও বাবা মনোজ হাজরার চোখে ছেলের প্রতি অফুরন্ত গর্ব। তাঁরা বলেন, “ছোট থেকেই ওর ইচ্ছে ছিল মডেলিংয়ে যাওয়ার। আজ সে নিজের স্বপ্ন পূরণ করছে, এটা ভেবে আমরা খুবই আনন্দিত। প্রথম দিকে বাইরে পাঠাতে একটু ভয় লাগত, কিন্তু এখন আমরা ওকে নিয়ে ভীষণ গর্বিত।”
অদম্য ইচ্ছাশক্তি, প্রতিভা আর কঠোর পরিশ্রমকে সঙ্গী করে রিক এগিয়ে চলেছেন নিজের স্বপ্নপূরণের পথে। তাঁর এই যাত্রা শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, অনুপ্রেরণা যোগাচ্ছে প্রত্যেকটি তরুণ-তরুণীকে।
শান্তনু দাস





