TRENDING:

Purulia News: মুম্বই গ্ল্যামার দুনিয়ায় 'সাকসেসফুল' পুরুলিয়ার ছেলে, বাড়ি ফিরতেই উৎসবের আবহ

Last Updated:

অদম্য ইচ্ছাশক্তি, প্রতিভা আর কঠোর পরিশ্রমকে সঙ্গী করে রিক এগিয়ে চলেছেন নিজের স্বপ্নপূরণের পথে। তাঁর এই যাত্রা শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, অনুপ্রেরণা যোগাচ্ছে প্রত্যেকটি তরুণ-তরুণীকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের এক সাধারণ পরিবারের ছেলে রিক হাজরা। সেখানকার সাদামাটা জীবনের পথ পেরিয়ে আজ তিনি সফলভাবে নিজের জায়গা করে নিয়েছেন মডেলিং জগতের চমকপ্রদ দুনিয়ায়। স্বপ্নপূরণের পথে আজ তিনি পৌঁছে গেছেন গ্ল্যামার আর স্বপ্নের শহর মুম্বইয়ে। ইতিমধ্যেই তিনি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় সহ আরও বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। আগামীদিনে রিকের লক্ষ্য, মডেলিংকেই নিজের প্রধান পরিচয় হিসেবে প্রতিষ্ঠা করা।
advertisement

পাশাপাশি ভবিষ্যতে অভিনয় জগতেও নিজেকে তুলে ধরার স্বপ্ন রয়েছে তাঁর। অদম্য চেষ্টা, প্রতিভা আর নিরলস পরিশ্রমে তিনি এগিয়ে চলেছেন নিজের স্বপ্নের পথে। সম্প্রতি মুম্বই থেকে রঘুনাথপুরের চেলিমায়ায় নিজের বাড়িতে ফিরতেই পরিবার থেকে শুরু করে এলাকাবাসী—সবাই তাঁকে ভালবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

আরও পড়ুনZubeen Garg Birth Anniversary: কলেজ লাইফে ছেড়ে ছিলেন লেখাপড়া, বহু ভাষায় গান গেয়ে নিজের ছাপ রেখেছেন মানুষের মনে, জন্মদিনে জুবিন গর্গকে স্মরণ

advertisement

নিজের পথচলার কথা বলতে গিয়ে রিক জানান, “ধন্যবাদ জানাই আমার মা–বাবাকে। তাঁদের আশীর্বাদ আর সমর্থন ছাড়া আমি এখানে পৌঁছতে পারতাম না।” তিনি আরও বলেন, “২০১৯ সাল থেকে আমার এই পথচলা। ছোটবেলা থেকেই সাজতে ভালবাসতাম। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে ভাবলাম—যদি এই সাজটাকে মঞ্চে তুলে ধরতে পারি, মানুষ আমাকে কেমনভাবে গ্রহণ করবে? সেই ভাবনা থেকেই শুরু পথ চলা।”

advertisement

View More

আরও পড়ুন Dhurandhar Trailer: স্ক্রিন জুড়ে ধুন্ধুমার, ভরপুর অ্যাকশন, বলিউডের ৫ তাবড় অভিনেতার হিংস্র রূপ,ধুরন্ধর ছবির ট্রেলার মুক্তিতে হইচই

রিকের মা ইলা হাজরা ও বাবা মনোজ হাজরার চোখে ছেলের প্রতি অফুরন্ত গর্ব। তাঁরা বলেন, “ছোট থেকেই ওর ইচ্ছে ছিল মডেলিংয়ে যাওয়ার। আজ সে নিজের স্বপ্ন পূরণ করছে, এটা ভেবে আমরা খুবই আনন্দিত। প্রথম দিকে বাইরে পাঠাতে একটু ভয় লাগত, কিন্তু এখন আমরা ওকে নিয়ে ভীষণ গর্বিত।”

advertisement

অদম্য ইচ্ছাশক্তি, প্রতিভা আর কঠোর পরিশ্রমকে সঙ্গী করে রিক এগিয়ে চলেছেন নিজের স্বপ্নপূরণের পথে। তাঁর এই যাত্রা শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, অনুপ্রেরণা যোগাচ্ছে প্রত্যেকটি তরুণ-তরুণীকে।

সেরা ভিডিও

আরও দেখুন
সোশ্যাল মিডিয়ায় ভুয়ো চাকরির ফাঁদে কিশোরী, বাবার অ্যাকাউন্ট থেকে উধাও ৪লক্ষ ৯ হাজার টাকা
আরও দেখুন

শান্তনু দাস

বাংলা খবর/ খবর/বিনোদন/
Purulia News: মুম্বই গ্ল্যামার দুনিয়ায় 'সাকসেসফুল' পুরুলিয়ার ছেলে, বাড়ি ফিরতেই উৎসবের আবহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল