সামাজিক মাধ্যমে ঋদ্ধিমা লিখেছেন, জামাইষষ্ঠী ছিল তাঁর মায়ের প্রিয় অনুষ্ঠান ৷ তিনি বছরভর অপেক্ষা করে থাকতেন কবে এই পার্বণ আসবে ৷ জামাই গৌরবকে তিনি খুব ভালবাসতেন ৷ ঋদ্ধিমার বিশ্বাস, মা তাঁদের সঙ্গেই আছেন এবং চিরদিন থাকবেন ৷
প্রসঙ্গত এ বছর ঋদ্ধিমার মা প্রয়াত হয়েছেন কোভিড আক্রান্ত হয়ে ৷ পরে কোভিডে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়েছিলেন তাঁর বাবাও ৷ ঋদ্ধিমা এবং গৌরবও রেহাই পাননি অতিমারি থেকে ৷
advertisement
জামাইষষ্ঠীতে মন ভারী করা পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘‘এই দিনটাকে গৌরবের জন্য স্মরণীয় করে রাখার জন্য বাবা সবরকম চেষ্টা করেছে ৷ তুমি যেভাবে যা যা পছন্দ করতে, সে সব করা হয়েছে ৷ নানা, নানি, ঠাম্মা, বাবা, গৌরব এবং আমি প্রতি মুহূর্তে তোমায় মিস করেছি ৷ তোমাকে ছাড়া আমরা অসম্পূর্ণ ৷ আমরা তোমাকে ভালবাসি৷’’
সব্যসাচী চক্রবর্তীর বড় ছেলে গৌরবের সঙ্গে ঋদ্ধিমার বিয়ে হয় ২০১৭ সালে ৷ অভিনয়ের পাশাপাশি তাঁরা দু’জনেই বেড়াতে খুব ভালবাসেন ৷ অতিমারির জন্য এখন বন্ধ হয়ে গেলেও আগে বিভিন্ন দেশ ঘুরে বেড়াতে যেতেন দম্পতি ৷ সে সব ছবি শেয়ার করেন গৌরব ৷ নেটিজেনদের কাছেও খুব জনপ্রিয় এই তারকা জুটি ৷