TRENDING:

Gaurav and Ridhima: ‘প্রতি মুহূর্তে তোমাকে মিস করেছি, মা’, জামাইষষ্ঠীতে মন ভারী ঋদ্ধিমার

Last Updated:

এই প্রথম মাকে ছাড়া জামাইষষ্ঠী কাটালেন ঋদ্ধিমা ঘোষ ৷ মায়ের অবর্তমানে ঋদ্ধিমার বাবা এবং বাবার বাড়ির বাকিরা আয়োজন করেছিলেন আপ্যায়নের ৷ খেয়াল রেখেছিলেন আয়োজনে যেন কোনও ত্রুটি না থাকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : এই প্রথম মাকে ছাড়া জামাইষষ্ঠী কাটালেন ঋদ্ধিমা ঘোষ ৷ মায়ের অবর্তমানে ঋদ্ধিমার বাবা এবং বাবার বাড়ির বাকিরা আয়োজন করেছিলেন আপ্যায়নের ৷ খেয়াল রেখেছিলেন আয়োজনে যেন কোনও ত্রুটি না থাকে ৷
advertisement

সামাজিক মাধ্যমে ঋদ্ধিমা লিখেছেন, জামাইষষ্ঠী ছিল তাঁর মায়ের প্রিয় অনুষ্ঠান ৷ তিনি বছরভর অপেক্ষা করে থাকতেন কবে এই পার্বণ আসবে ৷ জামাই গৌরবকে তিনি খুব ভালবাসতেন ৷ ঋদ্ধিমার বিশ্বাস, মা তাঁদের সঙ্গেই আছেন এবং চিরদিন থাকবেন ৷

প্রসঙ্গত এ বছর ঋদ্ধিমার মা প্রয়াত হয়েছেন কোভিড আক্রান্ত হয়ে ৷ পরে কোভিডে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়েছিলেন তাঁর বাবাও ৷ ঋদ্ধিমা এবং গৌরবও রেহাই পাননি অতিমারি থেকে ৷

advertisement

জামাইষষ্ঠীতে মন ভারী করা পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘‘এই দিনটাকে গৌরবের জন্য স্মরণীয় করে রাখার জন্য বাবা সবরকম চেষ্টা করেছে ৷ তুমি যেভাবে যা যা পছন্দ করতে, সে সব করা হয়েছে ৷ নানা, নানি, ঠাম্মা, বাবা, গৌরব এবং আমি প্রতি মুহূর্তে তোমায় মিস করেছি ৷ তোমাকে ছাড়া আমরা অসম্পূর্ণ ৷ আমরা তোমাকে ভালবাসি৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

সব্যসাচী চক্রবর্তীর বড় ছেলে গৌরবের সঙ্গে ঋদ্ধিমার বিয়ে হয় ২০১৭ সালে ৷ অভিনয়ের পাশাপাশি তাঁরা দু’জনেই বেড়াতে খুব ভালবাসেন ৷ অতিমারির জন্য এখন বন্ধ হয়ে গেলেও আগে বিভিন্ন দেশ ঘুরে বেড়াতে যেতেন দম্পতি ৷ সে সব ছবি শেয়ার করেন গৌরব ৷ নেটিজেনদের কাছেও খুব জনপ্রিয় এই তারকা জুটি ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Gaurav and Ridhima: ‘প্রতি মুহূর্তে তোমাকে মিস করেছি, মা’, জামাইষষ্ঠীতে মন ভারী ঋদ্ধিমার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল