আজ রিয়ার বাড়ি থেকে একটি বড় ব্যাগ নিয়ে একজন দেখা করতে আসে। সেই ব্যাগের মধ্যে ছিল রিয়ার জামা কাপড়। কিন্তু ওই ভদ্র মহিলাকে রিয়ার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। আটকে দেয় পুলিশ। এর পর আজই রিয়ার আইনজীবী রিয়ার জামানতের জন্য ফের একবার চেষ্টা চালাচ্ছেন। তিনিও পৌঁছে গিয়েছেন এনসিবি কোয়াটারে।
সুশান্ত সিং রাজপুতের শেষ প্রেমিকা ছিলেন রিয়া। বলিউডে রিয়া কোনও দিনই মাটি শক্ত করতে পারেননি। সুশান্তের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন তিনি। তবে তাঁর জীবন একেবারে বদলে গেল সুশান্তের আত্মহত্যার পর। অভিনেতার বাড়ির লোকেরা রিয়াকেই সন্দেহের তালিকায় রেখেছেন। তাঁদের দাবি রিয়ার জন্যই সুশান্তকে মরতে হয়েছে। এমনকি সুশান্তের প্রাক্তণ প্রেমিকা অঙ্কিতা লোখান্ডেও দোষারোপ করেছেন রিয়াকে। কিন্তু সিবিআই তদন্ত শুরু করলে রিয়া স্বীকার করেন তিনি নিয়মিত মাদক নিতেন। এই কারণেই এনসিবি গ্রেফতার করে তাঁকে। তবে এই সূত্র ধরেই কি খুঁজে বার করা যাবে সুশান্তের মৃত্যুর কারণ ! অপেক্ষায় গোটা দেশ।
advertisement