রানা সরকারের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, '' রিয়ার টিম-এর সঙ্গে আমার প্রাথমিক কথা হয়েছে। রিয়া চক্রবর্তীর সঙ্গে সরাসরি কোনও কথা হয়নি। আমার ওকে নিয়ে বাংলা ছবি বানানোর ইচ্ছে আছে। তবে অভিনেত্রীর তরফে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।''
রানা সরকার আরও জানান, '' রিয়া একজন ভাল অভিনেত্রী। জনপ্রিয়। ভাল বাংলাও বলেন! তাই ওকে নিয়ে বাংলা ছবি করার কথা ভাবি।'' যদিও গল্পের প্লট নিয়ে মুখ খোলেননি প্রযোজক, শুধু এটুকুই জানিয়েছেন, '' গল্পের চিত্রনাট্য ইউনিক হবে। এখনই এ'ব্যাপারে কিছু খোলসা করব না। শুধু এ'টুকুই বলব, রিয়াকে কেন্দ্র করেই গড়াবে সিনেমার স্ক্রিপ্ট।'' আর নায়ক কে হবেন? রানার উত্তর, '' এখনও ফাইনাল কিছু হয়নি।''
advertisement
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নানা তর্ক-বিতর্ক, আলোচনা-সমালোচনার কেন্দ্র হয়ে ওঠেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। প্রয়াত অভিনেতরা অনুরাগীরা সুশান্তের মৃত্যুর জন্য একপ্রকার দায়ী করেন রিয়াকেই। গতবছর ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ! প্রাথমিক তদন্তে পুলিশের দাবি ছিল, আত্মহত্যা করেছেন সুশান্ত! কিন্তু আচমকা কেন একজন তরতাজা তরুণ তুর্কি বেছে নেবেন আত্মহননের পথ? সে উত্তর দিতে পারেনি মহারাষ্ট্র পুলিশ! সুশান্তের পরিবার-অনুরাগীরা মায় গোটা দেশ সুবিচারের দাবিতে গর্জে ওঠে! সোশ্যাল মিডিয়া ভরে ওঠে 'জাস্টিস ফর এসএসআর' ক্যাম্পেনে! এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে! শেষ পর্যন্ত সুশান্ত মৃত্যু তদন্তের ভার পায় সিবিআই! সুশান্তের মৃত্যু ঠিক কী কারণে হয়েছিল? নির্দিষ্ট কোনও উপসংহারে পৌঁছতে পারেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও! মাঝখান থেকে মৃত্যু তদন্ত চলাকালীন ড্রাগের গন্ধ পায় সিবিআই। গ্রেফতার হন সুশান্তের চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শৌভিক। প্রায় ১ মাস পর শর্তাধীন জামিন পেয়েছিলেন তিনি। নির্দেশ দেওয়া হয়েছিল, ১ লক্ষ টাকার বন্ড জমা দিতে হবে। অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না। ২০২০ সালের অক্টোবরে রিয়াকে জামিন দিয়েছিল বম্বে হাইকোর্ট। বাইকুল্লা জেলে প্রায় ২ মাস কাটিয়ে জামিনে ছাড়া পেয়েছেন বলিউড ড্রাগ মামলায় অভিযুক্ত রিয়া চক্রবর্তী। জেলের চাটাই, ডাল-রুটি-র দিনগুলো ভুলে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে চাইছেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা!
এখনও আইনি জটিলতায় জর্জরিত ৩০ বছর বয়সী অভিনেত্রী। রিয়ার ব্যক্তিগত জীবন কোনও নেতিবাচক প্রভাব ফেলবে না তো ছবিতে? রানা সরকারের মত, '' একজন শিল্পীর বিচার করা উচিৎ শিল্প দিয়ে, তাঁর ব্যক্তিগত জীবন দিয়ে নয়। আর তাছাড়া, রিয়া তো এখনও বিচারাধীন, তিনি তো দোষী সাব্যস্ত নন। হয়তো দেখা যাবে, তিনি আদৌ দোষী নন।''