আদালতে রিয়ার জামিনের আবেদনের শুনানির সময় এনসিবি অনেক অভিযোগ তোলে। রিয়ার জামিন না দেওয়ার আবেদন করে। আজ রিয়ার উকিল সতীশ মানশিন্ডে জানান, রিয়াকে জোর করে মাদক সেবনের কথা স্বীকার করতে বাধ্য করেছে এনসিবি। তিনি মাদক নিতেন না। এমনকি মাদকচক্রের সঙ্গেও তাঁর যোগ নেই। যদিও এ কথা মানেনি এনসিবি। রিয়া নিজেই স্বীকার করেছেন দাবি করেছে এনসিবি। কিন্তু রিয়াও উকিলের সঙ্গে সহমত হয়ে জানিয়েছেন তাঁকে বাধ্য করা হয়েছে মাদক সেবনের কথা মানতে। তিনি মাদক নিতেন না। তবে রিয়ার কথার সত্যতা বিচার করে দেখা হচ্ছে না এখুনি।
advertisement
সুশান্তের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন রিয়া। সুশান্তের মৃত্যুর পর সব অভিযোগের আঙুল রিয়ার দিকেই ওঠে। সুশান্তের পরিবারও রিয়ার নামে অভিযোগ করেন। সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রোলড হতে থাকেন রিয়া। তিন দিন টানা জেরার পর গ্রেফতার করা হয় তাঁকে। সকলেই চান রিয়ার শাস্তি হোক। তবে সুশান্তের মৃত্যুর সঙ্গে এখনও কোনও তেমন যোগ পাইনি সিবিআই।
