TRENDING:

সঙ্গী ‘সঞ্চয়িতা’ থেকে ‘হনুমান চলিশা’, অতিমারিতে প্রিয়জনকে হারালেন রিয়া

Last Updated:

রিয়ার উপলব্ধি, মানসিক ঝড় পাড়ি দেওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি তিনি পান এই বই থেকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: গত বছর অতিমারিকে ছাপিয়ে দীর্ঘ সময় ধরে শিরোনামে ছিলেন তিনি৷ জনমানসের বড় অংশে ‘খলনায়িকা’ হয়েই৷ সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুকাণ্ডে অভিযোগ, পাল্টা অভিযোগের চাপানউতোর, কারাবাসের পর্ব পেরিয়ে রিয়া চক্রবর্তী এখন আধ্যাত্মিক৷ তাঁর সঙ্গী এখন ‘হনুমান চলিশা’৷ কখনও আবার সমাজমাধ্যমে ছবি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সঞ্চয়িতা’ নিয়েও৷ রিয়ার মানসিক আঘাতকে আরও গভীর করেছে করোনাভাইরাস৷ এই মারণ জীবাণুর কোপে চলতি মাসে তিনি হারিয়েছেন নিজের কাকাকে৷ সামাজিক মাধ্যমে সে খবর শেয়ার করেছেন এই বাঙালি অভিনেত্রী৷ সেইসঙ্গে তাঁর অনুগামীদের অনুরোধ করেছেন সকল করোনাবিধি মেনে চলতে৷
advertisement

প্রয়াত কাকার ছবিও শেয়ার করেছেন রিয়া৷ জানিয়েছেন, তাঁর কাকা কর্নেল সুরেশকুমার ছিলেন প্রখ্যাত শল্য চিকিৎসক৷ পাশাপাশি, একজন দায়িত্ববান আধিকারিক৷ কাজের বাইরে পারিবারিক জীবনে তিনি ছিলেন স্নেহময় বাবা৷ কোভিডের ছোবলে তাঁর বর্ণময় জীবন থেমে যায় গত পয়লা মে৷ পর্দার বাইরে জীবনের এই নায়ককে কুর্নিশ জানিয়েছেন রিয়া৷ এই শোকসংবাদে বলিউডের বেশ কিছু কুশীলব সমবেদনা জানিয়েছেন রিয়াকে৷অতিমারির কঠিন সময়কে মোকাবিলার জন্য রিয়ার অবলম্বন হনুমান চলিশা৷ রিয়ার উপলব্ধি, মানসিক ঝড় পাড়ি দেওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি তিনি পান এই বই থেকে৷ সোশ্যাল মিডিয়ায় সে কথা জানিয়েওছেন তিনি৷ তাঁর কথায়, জীবনের সব দুঃখ কষ্টকে মোকাবিলা করার শক্তি দেন বজরঙ্গবলী৷

advertisement

মানসিক শক্তির রসদ রিয়া পান প্রাণের ঠাকুরের কাছ থেকেও৷ ইনস্টাগ্রামে ছবি দিয়েছিলেন রবি ঠাকুরের ‘সঞ্চয়িতা’ পাঠেরও৷ উদ্ধৃত করেছিলেন ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের প্রিয় কবিতা৷

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

গত বছর ১৪ জুন মুম্বইয়ে নিজের ফ্ল্যাটে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ এর পর ঘটনাপ্রবাহে সুশান্তের মৃত্যুতে মাদককাণ্ডে এনসিবি রিয়াকে গ্রেফতার করে রিয়াকে৷ তিনি মুক্তি পান ৭ অক্টোবর৷ হিন্দি ছবির দর্শকদের মন থেকে নিজে জায়গা হারালেও রিয়ার কাছ থেকে কাজের সুযোগ চলে সম্পূর্ণ হারিয়ে যায়নি৷ ‘চেহরা’ ছবিতে তাঁকে দেখা যাবে অমিতাভ বচ্চন এবং ইমরান হসমীর সঙ্গে৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
সঙ্গী ‘সঞ্চয়িতা’ থেকে ‘হনুমান চলিশা’, অতিমারিতে প্রিয়জনকে হারালেন রিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল