প্রয়াত কাকার ছবিও শেয়ার করেছেন রিয়া৷ জানিয়েছেন, তাঁর কাকা কর্নেল সুরেশকুমার ছিলেন প্রখ্যাত শল্য চিকিৎসক৷ পাশাপাশি, একজন দায়িত্ববান আধিকারিক৷ কাজের বাইরে পারিবারিক জীবনে তিনি ছিলেন স্নেহময় বাবা৷ কোভিডের ছোবলে তাঁর বর্ণময় জীবন থেমে যায় গত পয়লা মে৷ পর্দার বাইরে জীবনের এই নায়ককে কুর্নিশ জানিয়েছেন রিয়া৷ এই শোকসংবাদে বলিউডের বেশ কিছু কুশীলব সমবেদনা জানিয়েছেন রিয়াকে৷অতিমারির কঠিন সময়কে মোকাবিলার জন্য রিয়ার অবলম্বন হনুমান চলিশা৷ রিয়ার উপলব্ধি, মানসিক ঝড় পাড়ি দেওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি তিনি পান এই বই থেকে৷ সোশ্যাল মিডিয়ায় সে কথা জানিয়েওছেন তিনি৷ তাঁর কথায়, জীবনের সব দুঃখ কষ্টকে মোকাবিলা করার শক্তি দেন বজরঙ্গবলী৷
advertisement
মানসিক শক্তির রসদ রিয়া পান প্রাণের ঠাকুরের কাছ থেকেও৷ ইনস্টাগ্রামে ছবি দিয়েছিলেন রবি ঠাকুরের ‘সঞ্চয়িতা’ পাঠেরও৷ উদ্ধৃত করেছিলেন ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের প্রিয় কবিতা৷
গত বছর ১৪ জুন মুম্বইয়ে নিজের ফ্ল্যাটে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ এর পর ঘটনাপ্রবাহে সুশান্তের মৃত্যুতে মাদককাণ্ডে এনসিবি রিয়াকে গ্রেফতার করে রিয়াকে৷ তিনি মুক্তি পান ৭ অক্টোবর৷ হিন্দি ছবির দর্শকদের মন থেকে নিজে জায়গা হারালেও রিয়ার কাছ থেকে কাজের সুযোগ চলে সম্পূর্ণ হারিয়ে যায়নি৷ ‘চেহরা’ ছবিতে তাঁকে দেখা যাবে অমিতাভ বচ্চন এবং ইমরান হসমীর সঙ্গে৷
