এর মধ্যে আবার NCB মাদকযোগ পাওয়ায় জেরা করে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রাকুল প্রীত সিং ও দীপিকার ম্যানেজার করিশ্মাকে। দীর্ঘ জেরার পর তাঁদের সকলের ফোন বাজেয়াপ্ত করে ছেড়ে দেওয়া হয়। জেরায় শ্রদ্ধা কাপুর নিজের মাদক সেবনের কথা মেনেও নেন। দীপিকাও হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা স্বীকার করে নেন। কিন্তু সারা ও শ্রদ্ধাকে জেরা করে সামনে আসে সুশান্তকে নিয়ে নতুন তথ্য। সুশান্তের জীবনে যখন ছিলেন না রিয়া, সে সময় থেকেই মাদক নিতেন সুশান্ত। এমনটাই জানিয়েছেন সারা ও শ্রদ্ধা। যদিও সারা জানিয়েছেন সুশান্ত একাই মাদক নিতেন। সারা কখনও নেননি।
advertisement
এই সূত্র ধরেই রিয়ার উকিল সতীশ মানশিন্ডে ফের প্রশ্ন তোলেন। তিনি বলেন, " সুশান্তের জীবনে রিয়া আসার আগে থেকেই মাদক নিতেন সুশান্ত। এ কথা জানিয়েছে সারা ও শ্রদ্ধা দু'জনেই। ২০১৮ সালেও সমান ভাবে মাদকগ্রস্ত ছিলেন সুশান্ত। এবং সুশান্তের বাড়িতে যারা গিয়েছে তারা কেউ ড্রাগ নেয়নি। সুশান্ত একাই মাদক নিতেন। তাহলে রিয়াকে কেন জামিন দেওয়া হবে না?" তিনি আরও বলেন , 'NCB-র কাছে এখনও কোনও পোক্ত তথ্য নেই। তাহলে কি কারণে আটকে রাখা হবে রিয়াকে?" যদিও এখানেই থেমে যাননি তিনি। সরকারি উকিলের বিরুদ্ধেও প্রশ্ন তোলেন তিনি। বলেন, "সরকারি উকিল মিডিয়াকে তথ্য ফাঁস করছে।" তবে রিয়ার জামিন হবে কিনা তা নিয়ে ফের বিবেচনা হবে। এখনই কোনও রায় নয়। রিয়ার সঙ্গে শোভিকের জামিন নিয়েও জানানো হবে রায়।