উষা উথুপ গেয়েছেন জাগো মোহন প্যায়ারে- এই গানটি জাগতে রহো সিনেমার৷ এই গানটি ১৯৫৬ সালের সিনেমা৷ রাজ কাপুর – নার্গিস অভিনীত এই সিনেমায় লতা মঙ্গেশকরের অরিজিনাল গানটি রিক্রিয়েট করেছেন৷ গানটির সুরকার সলিল চৌধুরীর৷
নিজের নামের ইউটিউব চ্যানেলে গানটি রিক্রিয়েট করে রিলিজ করেছেন উষা উথুপ৷ এই ভিডিওতে উষা উথুপ লিখেছেন, A tribute to Abhaya …As we continue the fight for justice, safety, and truth, we remain united in our mission. The journey may be long, but we stand strong in solidarity, demanding justice for all …. অর্থাৎ ‘অভয়াকে শ্রদ্ধা, কারণ আমরা জাস্টিস ও সত্যির জন্য লড়াই করছি, আমরা আমাদের মিশনে ঐক্যবদ্ধ৷ আমাদের যাত্রাপথ লম্বা হতে পারে, আমরা এক ও শক্তিশালী হয়ে থাকব৷
advertisement
দেখে নিন ভিডিওটি
সুবিচারের দাবিতে তৈরি উষা উথুপের এই বিশেষ মিউজিক ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে, এক তরুণী গলায় তুলে নিচ্ছেন স্টেথোস্কোপ। পরছেন অ্য়াপ্রন। তারপর রোগী চিকিৎসায় যাচ্ছেন৷ কিন্তু কিছু বুঝে ওঠার আগেই নিভে গেল তাঁর জীবনের আলো। এরপরেই জ্বলে উঠছে মোমবাতির আলো৷ সমাজকে জেগে ওঠার বার্তা দেওয়া হচ্ছে গানের মাধ্য়মে।