TRENDING:

রেখার বায়োগ্রাফি: স্বামীর মৃত্যুর পর কার সঙ্গ পেয়েছিলেন রেখা?

Last Updated:

প্রকাশ পাওয়ার পর থেকেই খবরের শিরেনামে রেখার বায়োগ্রাফি ৷ প্রথম দিনই বিতর্ক তুলে বলিউডে সবার নজর কেড়ে নিয়েছেন রেখা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: প্রকাশ পাওয়ার পর থেকেই খবরের শিরেনামে রেখার বায়োগ্রাফি ৷ প্রথম দিনই বিতর্ক তুলে বলিউডে সবার নজর কেড়ে নিয়েছেন রেখা ৷ সিনেমায় পা রাখার কথা থেকে শুরু করে, ব্যক্তিগত জীবন সবই ফুটে উঠেছে রেখার এই বায়োগ্রাফিতে ৷ একেবারেই অকপট রেখা তাঁর এই জীবন কাহিনিতে ৷ তাই হয়তো সব সময়ই রহস্যে থাকা রেখার জীবন নিয়ে এত উৎসাহ ৷
advertisement

রেখার বায়োগ্রাফির প্রায় প্রতিটি পাতায় উঠে এসেছে তাঁর কেরিয়ারের শুরু থেকে উর্ধ্বে থাকার সমস্ত সময় ৷ যেমন রয়েছে হিরোইনদের জীবনের উজ্জ্বল দিক, তেমনি কালো দিককেও নিজের বায়োগ্রাফিতে তুলে ধরেছেন রেখা ৷

এই যেমন, রেখা তাঁর বায়োগ্রাফিতে জানিয়েছেন, তাঁর প্রথম স্বামী মুকেশ অগরওয়াল মারা যাওয়ার পর হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির বেশিরভাগ মানুষ তাঁকে খলনায়িকার চোখে দেখতে শুরু করে ৷ তিনি রীতিমতো সবার চক্ষুশূল হয়ে পড়েছিলেন ৷ অনেকেই স্বামীর আত্মহত্যার পুরো দায়টা রেখার কাঁধে দিয়েছিলেন ৷

advertisement

তবে রেখার কথায়, এই সময় একটি মাত্র মানুষই পাশে এসে দাঁড়িয়েছিলেন রেখার ৷ আর তিনি হলেন শশী কাপুর ৷ সেই সময়ের জন্য রেখা এখনও শশীকে ধন্যবাদ জানাতে ভোলেন না ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রেখার বায়োগ্রাফি নিয়ে বলতে গিয়ে অনুপম খের ও সুভাষ ঘাই জানিয়েছে, বলিউডে যদি কোনও বোল্ড নায়িকা থেকে থাকেন তাহলে তিনি হলেন রেখা৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
রেখার বায়োগ্রাফি: স্বামীর মৃত্যুর পর কার সঙ্গ পেয়েছিলেন রেখা?