বাবা বানিয়েছিলেন 'কামিনে'। 'কুত্তে' বানালেন ছেলে। বিশাল-পুত্র আসমান ভরদ্বাজ এই প্রথম বার ক্যামেরার পিছনে এলেন। এতদিন বাবার সহকারী হিসেবেই দেখা গিয়েছে ভরদ্বাজ ছবির সেটে। এবার নতুন অবতারে তিনি।
তাঁর প্রথম ছবিতে অভিনয় করছেন রাধিকা মাদন, শার্দুল ভরদ্বাজ, অর্জুন কাপুর, টাবু, কঙ্কনা সেনশর্মা, নাসিরউদ্দিন শাহ, কুমুদ মিশ্র প্রমুখ তাবড় তারকারা। ছবির প্রযোজনায় বিশাল ভরদ্বাজ ফিল্মস, লাভ রঞ্জনের লাভ ফিল্মস, নিবেদনায় টি সিরিজ। আগামী ১৩ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি।
advertisement
আরও পড়ুন: ট্রেলার মুক্তি পেতেই ১ মিলিয়ন ভিউ! বনবাস ছেড়ে পাঠানের ধমাকা! বিতর্কের মাঝে বাদশার অ্যাকশন
গানের দৃশ্যায়নে দেখা যাচ্ছে, রাধিকার বিয়ে ঠিক করা হয়েছে বাড়ি থেকে। কিন্তু তার ঠিক আগেই শার্দুলের প্রেমে পড়েন তিনি। নায়িকা প্রতিশ্রুতি নেন, বিয়ের রাতে নিজের জীবন শেষ করে ফেলবেন তিনি।
আরও পড়ুন: গেরুয়া বহু নায়িকার পছন্দের রং ছিল, পাঠান তরজায় আশা! বোর্ডের অনুমোদন পেয়েও গানে কাঁচি চালানো হবে?
বিশালের ছবিতেই প্রথমবার বড় পর্দায় পা রাখেন রাধিকা। ২০১৮ সালে 'পটাখা' ছবিতে অভিনয় করার সময়ে বিশালের সহকারী হিসেবে কাজ করছিলেন আসমান। তখনই রাধিকা জেনেছিলেন, আসমান একটি চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করেছেন। কিন্তু তার নাম, অভিনেতা-অভিনেত্রী কিছুই স্থির হয়নি তখনও। সেই ছবির মাধ্যমেই আবার ভরদ্বাজ পরিবারের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন রাধিকা।