TRENDING:

Rekha And Om Puri: যৌনদৃশ্যের শ্যুটে নাকি সত্যিই ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন রেখা আর ওম পুরী, ভেঙে গিয়েছিল সেটের চেয়ার

Last Updated:

এক দৃশ্যে চেয়ারে বসে থাকা অবস্থায় শারীরিক ভাবে ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছিল রেখা এবং ওমকে। কানাঘুষো শোনা যায়, শুট চলাকালীন তাঁরা নাকি সত্যিই একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ওম পুরী ও রেখা। বলিউডের দুই খ্যাতনামা, চর্চিত ও বিতর্কিত তারকা। ওম পুরী বলিউড থেকে শুরু করে মরাঠি, পাকিস্তানি এবং হলিউডে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন। অন্যদিকে রেখা বলিউডের এভারগ্রিন ডিভা! এই দু’জনকে জড়িয়ে বলিউডের অলিতে-গলিতে শোনা যায় এক মশালাদার গল্প! একবার নাকি, একটি যৌনদৃশ্যের শ্যুট করতে গিয়ে চেয়ার-ই ভেঙে ফেলেছিলেন ওম পুরী আর রেখা! ঘটনাটি ১৯৯৫ সালে বাসু ভট্টাচার্য পরিচালিত ছবি ‘আস্থা: ইন দ্য প্রিসন অফ কিং’ ছবিটির শ্যুটিংয়ে। এই ছবিতে দেখা মেলে ওম পুরী আর রেখার। ছবির পরতে পরতে রয়েছে দুই তারকার একাধিক ঘনিষ্ঠ দৃশ্য।
advertisement

এমনই এক দৃশ্যে চেয়ারে বসে থাকা অবস্থায় শারীরিক ভাবে ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছিল রেখা এবং ওমকে। কানাঘুষো শোনা যায়, শুট চলাকালীন তাঁরা নাকি সত্যিই একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন। সেই সময় তাঁদের ওজন নিতে না পারায় সেটের মধ্যে চেয়ারটি ভেঙেও যায়।

নানা বিতর্ক রয়েছে ওম পুরী ও রেখার ব্যক্তিগত জীবন নিয়ে। ওম পুরীর প্রাক্তন স্ত্রী নন্দিতা পুরীই তাঁর জীবনের গোপন সত্য প্রকাশ্যে আনেন। অভিনেতার জীবনকাহিনির উপর ভিত্তি করে একটি বই লিখেছিলেন নন্দিতা, সেখানেই ধরা পড়ে ওম পুরীর জীবনের নানা গোপন বিতর্কিত অধ্যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বয়স মাত্র ৯! চোখে দৃষ্টি শক্তি নেই, ছোট্ট মৈত্রী'র জীবন আলো করে রয়েছে গান!
আরও দেখুন

বইতে নন্দিতা লেখেন, অভিনেতার যখন ১৪ বছর বয়স, তখন তিনি বাড়ির পরিচারিকার সঙ্গে সম্পর্কে জড়ান। তখন সেই পরিচারিকার বয়স ছিল ৫৫ বছর। নন্দিতা এও লেখেন, ওম পুরী একাধিক সেই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কেও জড়ান। যদিও এই প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে ওম পুরীকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, এক জন ১৪ বছর বয়সি ছেলে ৫৫ বছর বয়সি মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হলে সেখানে কার দোষ বেশি?

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Rekha And Om Puri: যৌনদৃশ্যের শ্যুটে নাকি সত্যিই ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন রেখা আর ওম পুরী, ভেঙে গিয়েছিল সেটের চেয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল