চার সন্তানের জননীর মারকাটারি সৌন্দর্য্য এখনও ভক্তদের চোখ টানে। ইনস্টাগ্রামেও বেশ সক্রিয় অভিনেত্রী। সম্প্রতি মেয়ের স্কুলে পুরনো ক্লাসকে বিদায় জানানোর সফরের প্রসঙ্গে পোস্ট করেছেন রবিনা। সেখানে কন্যা রাশা এবং স্বামী অনিল থাদানির ছবিও পোস্ট করতে ভোলেননি তিনি। এমনকী তাঁর এই পোস্টে একেবারে অন্য রকম ভূমিকায় দেখা গিয়েছে বলিউডের খ্যাতনামা পরিচালক করণ জোহরকেও।
advertisement
মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টান্যাশনাল স্কুলে পড়াশোনা করেন রবিনার কন্যা রাশা। আসলে রাশা ২০২৩-এর ক্লাসকে বিদায় জানিয়ে নতুন ক্লাসে যাচ্ছে। আর মেয়েকে এ-ভাবে বড় হতে দেখে আবেগতাড়িত হয়ে পড়েছেন মা। আর তার জন্যই ছবি দিয়ে পোস্ট লিখেছেন তিনি। ওই পোস্টে রবিনা লিখেছেন, “২০২৩-এর ক্লাসকে বিদায় জানানোর পালা। এই মুহূর্তটা আসলে সমস্ত অভিভাবকদের জন্যই খুব আবেগের। কারণ বাচ্চারা এত তাড়াতাড়ি বেড়ে উঠছে এবং নিজেদের মতো উড়ানের জন্য তৈরি হচ্ছে। আমরা তাদের সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি।”
এখানেই শেষ নয়, অভিনেত্রী ওই পোস্টে করণ জোহরকেও ট্যাগ করে লিখেছেন যে, “করণ জোহরকে অভিভাবকের ভূমিকায় দেখে খুবই মজা লাগছে। ‘স্কুলে এলেন নতুন অভিভাবক’, এই মুহূর্তটাকে উপভোগ কর করণ!” আসলে মুম্বইয়ের ওই একই স্কুলে পড়ে করণ জোহরের সন্তানরাও। ছবিতে দেখা যাচ্ছে, মা-বাবার মাঝখানে দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি তুলেছে রবিনা কন্যা রাশা। এছাড়া অন্যান্য অভিভাবক এমনকী করণ জোহরের সঙ্গেও সেলফি বন্দি হয়েছেন অভিনেত্রী। প্রসঙ্গত, ১৯৯৫ সালে পূজা এবং ছায়া নামে দুই কন্যা সন্তানকে দত্তক নিয়েছিলেন রবিনা ট্যান্ডন। এর পর ২০০৪ সালে ফিল্ম ডিস্ট্রিবিউটর অনিল থাদানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। এর পর পৃথিবীতে আসে তাঁদের দুই সন্তান রাশা এবং রণবীর।
বলিউডের জনপ্রিয় এই নায়িকা নব্বইয়ের দশকে দাপিয়ে বেড়িয়েছেন বলি-পাড়ায়। বর্তমানেও তিনি শ্যুটিং নিয়ে বেশ ব্যস্ত। তবে ব্যস্ততা থাকা সত্ত্বেও সময় বার করে অভিভাবক হিসেবে মেয়ের স্কুলের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। আর সেই মুহূর্তই ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গেও। ছবির কমেন্ট বক্স ভরে গিয়েছে ভক্তদের ভালবাসায়। অনেকেই আবার রাশার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। আসলে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়ই থাকেন নায়িকা। ৭ মিলিয়নেরও বেশি ফলোয়ার তাঁর। জীবনের নানা মুহূর্ত এমনকী সন্তানদের কথাও শেয়ার করেন ইনস্টাগ্রামে।