TRENDING:

Raveena Tandon: বাদুড়, পেঁচা, বাঁদর-সহ অসংখ্য পশুর আশ্রয়, রবিনার ‘নীলায়া’ যেন ‘ডক্টর ডুলিটলের বাড়ি’

Last Updated:

তাঁর বাসা ‘নীলায়া’ এখন ‘ডক্টর ডুলিটল-এর বাড়ি’ ৷ লিখেছেন রবিনা টন্ডন (Raveena Tandon) ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : তাঁর বাসা ‘নীলায়া’ এখন ‘ডক্টর ডুলিটল-এর বাড়ি’ ৷ লিখেছেন রবিনা টন্ডন (Raveena Tandon) ৷ কারণ, সেখানে এখন পশুপাখির মেলা ৷ তারকার বাড়িতে ঠাঁই পেয়েছে ৩ টি পেঁচা, একটি বাঁদর, একটি বাদুড়ছানা, অসংখ্য পায়রা, টিয়াপাখি এবং বিড়ালের ছানার দল ৷ প্রসঙ্গত, ‘ডক্টর ডুলিটল’ চরিত্রটি হলিউডের ৷ একাধিক ছবির কেন্দ্রে থাকা কাল্পনিক চরিত্রটি চিত্রনাট্য অনুযায়ী পশুপাখিদের ভাষা বুঝতে পারে ৷ তাদের সঙ্গে বাক্যালাপও চলে তাঁর ৷
advertisement

বাস্তবের ‘ডুলিটল’ রবীনা জানিয়েছেন তিনি অতিথিদের কীভাবে পেয়েছেন ৷ বলেছেন, পেঁচারা উড়ে এসেছিল তাঁর বাড়িতে ৷ বাঁদরটিকে দেখতে পান বাগানের গাছে ৷ সেটির গলায় কলার থেকে ঝুলছিল বকলস ৷ রবিনার ধারণা, অসহায় প্রাণীটিকে কেউ অন্যায়ভাবে বন্দি করে রেখেছিল ৷ কোনও মতে পালিয়ে এসেছে ৷ বাদুড়ছানাটি কোনওভাবে তার বাসা থেকে পড়ে গিয়েছিল রবিনাদের টেরেসে ৷ পায়রা, টিয়ার ঝাঁক আশ্রয় নিয়েছে তাঁদের বাড়ি ও বাগানে বিভিন্ন অংশে ৷ বিড়ালের ছানারাও ওই বাড়িতে খুঁজে পেয়েছে নিরাপদ আশ্রয় ৷

advertisement

তবে বন্যপ্রাণগুলিকে পাঠানো হয়েছে নিরাপদ নিশ্চিন্ত আশ্রয়ে ৷ তাদের পুনর্বাসনের বিষয়ে তাঁকে সাহায্য করার জন্য রবিনা ধন্যবাদ জানিয়েছেন ‘পেটা ইন্ডিয়া’-র কর্মীদের ৷ পেঁচা তিনটি অবশ্য রাতের অন্ধকারে নিজেরাই উড়ে গিয়েছে ৷ বাঁদরকে পাঠানো হয়েছে জঙ্গলের মধ্যে নিরাপদ আশ্রয়ে ৷ বাদুড়-সহ বাকিদের দত্তক নিয়েছেন পশুপ্রেমীরা ৷ ফেসবুকে রবীনা যে ছবি দিয়েছেন, সেখানে আছে কুকুরছানা এবং খরগোশের ছবিও ৷

advertisement

বলিউডের ‘মস্ত গার্ল’ রবিনা অনেক দিকেই ছকভাঙা অন্যরকম ৷ ১৯৯৫ সালে তাঁর এক আত্মীয়া দুই কন্যাসন্তানকে রেখে প্রয়াত হন ৷ মাতৃহীন দুই কন্যা, পূজা ও ছায়াকে দত্তক নেন ২১ বছর বয়সি রবিনা। বলেই দিয়েছিলেন, তাঁকে যিনি বিয়ে করবেন, তাঁকে রবিনার দুই পালিত কন্যা ও পোষ্য কুকুরদের নিয়েই বিয়ে করতে হবে। তাদের ছাড়া তিনি শ্বশুরবাড়িতে পা রাখবেন না।

advertisement

সেই শর্তেই ফিল্ম ডিস্ট্রিবিউটর অনিল থাড়ানিকে ২০০৪-এ বিয়ে করেন রবিনা ৷ বিয়ের আগে তাঁদের প্রেমপর্ব সংক্ষিপ্ত, মাত্র ১ বছরের ৷ ২০০৫ সালে জন্ম তাঁদের মেয়ে ‘রাশা’ এবং ২০০৮ সালে জন্ম ছেলে, রণবীরবর্ধনের। দত্তককন্যাদের বিয়ে দিয়ে ইতিমধ্যেই শাশুড়ি হয়ে গিয়েছেন রবিনা ৷ তাঁর বড় মেয়ে পূজার বিয়ে হয়েছে ২০১১ সালে ৷ ছোট মেয়ে ছায়ার বিয়ে রবিনা দেন ২০১৬-য় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

কিছু দিন আগে রবিনা ছবি দিয়েছিলেন বান্ধবগড় জাতীয় উদ্যান ভ্রমণের ৷ জঙ্গলের গভীরে সপরিবার রবিনার সঙ্গে দেখা হয় খোদ রয়্যাল বেঙ্গল টাইগারের ৷ সামাজিক মাধ্যমে রবিনার শেয়ার করা ছবি ও ভিডিয়ো ঘিরে উচ্ছ্বসিত ছিলেন নেটিজেনরা ৷ অভিনেত্রীকে তাঁরা বাহবা জানিয়েছেন তাঁর সাম্প্রতিক পোস্টেও ৷ বন্যপ্রাণের প্রতি তাঁর ভালবাসায় মুগ্ধ নেটিজেনরা ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Raveena Tandon: বাদুড়, পেঁচা, বাঁদর-সহ অসংখ্য পশুর আশ্রয়, রবিনার ‘নীলায়া’ যেন ‘ডক্টর ডুলিটলের বাড়ি’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল